চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৯টি সরকারী দপ্তরের শীর্ষ ১১ কর্মকর্তা নাই

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: ভোলাহাট উপজেলার ৯টি সরকারী দপ্তরের ৯জন শীর্ষ কর্মকর্তার পদ শূন্য রয়েছে দীর্ঘ দিন ধরে। এ’ছাড়াও অনেক দপ্তরে ছোট পদগুলো শূন্য থাকায় সরকারের উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্থ হচ্ছে বলে জানা গেছে। দ্রুত সরকারের উন্নয়ন গতিশীল করতে শূন্য পদগুলো পূরণের দাবী উপজেলাবাসির। বিভিন্ন অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা ভূমি অফিসে ২৪ বছর পর সহকারী কমিশনার( ভূমি) পদটি পূরণ হলেও ক’মাসের মধ্যে ২জন সহকারী কমিশনার(ভূমি) যোগদানের পর পর অন্যত্রে বদলি হয়ে যান। সরকারের গুরুত্বপূর্ণ এ দপ্তরের ভার পড়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর। এক ব্যক্তি দু’দপ্তরের দায়িত্ব পালন করতে গিয়ে পড়ের চরম বেকায়দায়। ফলে উন্নয়ন কাজ ব্যহত হয় সংগত কারণে। এদিকে প্রকল্পবাস্তবায় অফিসে প্রকল্পবাস্তবায় কর্মকর্তাও নেই দীর্ঘদিন ধরে। এ দপ্তরের দায়িত্বে আছে শিবগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তা। তিনি নিজ দায়িত্বের উপজেলার কাজ শেষ করে মন মত সময়ে ভোলাহাট উপজেলায় দীর্ঘদিনের কাজ শেষ করেন। অথবা শিবগঞ্জ উপজেলা গিয়ে অফিসের ফাইলপত্র সই করে অফিসের কাজ করতে হয়। উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলি, যুব উন্নয়ন কর্মকর্তা, আনসার ভিডিপি কর্মকর্তা, প্রাণি সম্পদ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, বরেন্দ্র উন্নয়নের সহকারী প্রকৌশলি, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তার পদ দীর্ঘদিন ধরে রয়েছে শূন্য। এ সব দপ্তরের কর্মকর্তা না থাকায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগণ কেউ রয়েছেন গোমস্তাপুর উপজেলার কেউ বা শিবগঞ্জ উপজেলার। ভোলাহাটের শুন্য পড়ে কর্মকর্তাদের দেখা মেলে না সহজে। এ সব দপ্তরের কাগজপত্রের ফাইল ব্যাগে বন্ধি করে উল্লেখিত দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার কাছে নিয়ে গিয়ে ফাইল সই করাতে হয়। এদিকে উপজেলার বিভিন্ন অফিসে ৩য় ও ৪র্থ শ্রেনির কর্মচারীদের পদও রয়েছে শূন্য ফলে অফিসের কাজ চলে জোড়া তালি দিয়ে। সরজমিন ভোলাহা উপজেলা শিক্ষা অফিসে গিয়ে দেখা যায় এম দৃশ্য। এ অফিসে ৮টি অনুমোদিত পদ থাকলেও কর্মরত আছে মাত্র ৫জন ৩জন শূন্য রয়েছে। সহকারী শিক্ষা অফিসার রয়েছে ৩জনের মধ্যে ২জন, উচ্চমান সহকারী ১জন ও হিসাব রক্ষক ১জন পদ শূন্য রয়েছে। অপিরদিকে ভোলাহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসেও ৫জন অনুমোদিত পদের মধ্যে ৩টি পদ শূন্য বলে কর্মকর্তাগণ জানান। এ ভাবে দেশের শেষ প্রান্তের উপজেলা ভোলাহাটে শীর্ষ থেকে ৩য় ও ৪র্থ পদের কর্মকর্তা কর্মচারী শূন্য থাকলে উন্নয়নের ধারা থমকে যাবে বলে বিশেষজ্ঞমহল মনে করেন। তারা মনে করেন যে উপজেলায় এতোগুলো পদ শূন্য সে উপজেলায় রাষ্ট্রিয় সুবিধা থেকে বঞ্চিত হবে। এদিকে সারা দেশ যখন উন্নয়নে এগিয়ে যাচ্ছে ঠিক তখনি প্রত্যন্ত অঞ্চল হিসেবে ভোলাহাট উপজেলা কর্মকর্তা কর্মচারীদের শূন্যতায় অফিসগুলো থেকে নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে ভোলাহাটে বসবাসিকারী নাগরিকেরা। সুশিল সমাজের দাবী দ্রুত ভোলাহাট উপজেলার দপ্তরগুলোতে কমৃকর্তা-কর্মচারীর শূন্য পদগুলো পূরণ করে ভোলাহাটবাসির নাগরিক সুবিধা বৃদ্ধি করার দাবী করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *