মোল্লাহাটে বৈদ্যূতিক আগুনে একটি বাড়ীর সর্বস্ব ভষ্ম

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: মোল্লাহাটে বৈদ্যূতিক মিটার থেকে আগুনের সুত্রপাতে একটি পরিবারের বসত-বাড়ীসহ সর্বস্ব ভষ্মিভূত হয়েছে। উপজেলার নগরকান্দি গ্রামে ওয়াপদা সড়কের পাশে পাউবো’র জায়গায় বসবাসকারী ভূমিহীন মোঃ কামরুল বিশ্বাসের বাড়ী গতকাল রবিবার সকাল ১১টায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারটির প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছেসরেজমিনে গেলে এ প্রতিবেদককে ক্ষতিগ্রস্থ পরিবারের প্রধান কামরুল বিশ্বাস জানান, আগুনে পুড়ে তার ঘরসহ ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র, খাদ্য সামগ্রি ও কাপড়-চোপড় শেষ হয়ে গেছে। যা কিছু পরনে ছিলো (পরিধেয়) তা ছাড়া আর কিছুই এখন তাদের নেই। এসময় স্থানীয় কয়েক ব্যাক্তি বলেন, সরকার বা কোন মহলের সাহায্য ছাড়া পরিবারটির চলা এখন দুস্কর। ওই ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী বলেন, পরিবারটি খুব গরীব, তিনি তাদেরকে সম্ভবপর সাহায্যের ব্যাবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *