প্রণব মুখার্জি অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
অপরাধ তথ্যচিত্র ডেক্স: ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’- এ ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৬ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য সমাজকর্মী নানাজি দেশমুখকে মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে।