বাগেরহাট মোড়েলগঞ্জে কাবুল হত্যার খুনীরা পলাতক, পুলিশ খুনীদের খুজচ্ছে।

ভ্রাম্যমান প্রতিনিধি: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানাধীন আলতীবুরুজবাড়িয়া (পুলেরহাট) গ্রামে গফ্ফার মোল্লার ছেলে স-মিল মিস্ত্রী কাবুল মোল্লা খুন হয় গত ২১ জানুয়ারী দিবাগত গভীর রাতে। ২২ জানুয়ারী তার পিতা আবদুল গফ্ফার মোল্লা বাদী হয়ে মামলা করে মোড়েলগঞ্জ থানায় যাহার মামলা নং ৩২২ তারিখ ২২-০১-২০১৯ইং। আসামীরা যথাক্রমে (১) আবদুর রব শিকদার, পিং-মৃত: জহর আলী শিকদার, (২) মোঃ খবির মোল্লা, পিং-মৃত: সুলতান মোল্লা, (৩) মোঃ ইয়ামিন শিকদার, পিং- আবদুর রব শিকদার (৪) নুরুল ইসলাম (নুরু) পিং- অজ্ঞাত সর্ব সাং- আলতীবুরুজবাড়িয়া (পুলেরহাট) থানা মোড়েলগঞ্জ জেলা বাগের হাট। বাদী আবদুল গফ্ফার মোল্লার সাথে আসমী আবদুর রব শিকদারের দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এই খুন হয় মর্মে জানা যায়, যাহা এলাকার সচেতন মহলের ভাষ্য। তাছাড়া সম্প্রতি গফ্ফার মোল্লার অপর ছেলে বাবুল মোল্লাকে কিছুদিন পূর্বে এক ভয়ংকর মারামারীতে মাথা ফাঁটিয়ে দেয় উল্লেখ্য আসামীরা, যাহাতে অত্র খুন হওয়া কাবুল মোল্লা উল্লেখ্য থানায় মামলা করে এবং সেই মামলায় বাগেরহাট বিজ্ঞ আদালতে বাদী হিসাবে স্বাক্ষীর জেরাতে আসামীদের সাজা হবে মর্মে বুঝতে পেরে আসামীরা এই কাবুল মোল্লাকে পরিকল্পিতভাবে খুন করে। খুনের ধরনটি এলাকার মানুষের বেদনায় আকাশবাতাস ভারি হয়ে ওঠে। খুনিরা চলন্ত রাস্তার উপর থেকে ধরে নিয়ে রাতের আঁধারে প্রথমে তার মাথায় আঘাত করে এবং মাথা ফেটে দুইভাগ হয়ে মগজ বেরিয়ে যায় অতঃপর মুখে আঘাত করে তাহাতে উপর নীচের দাঁত ভেঙ্গে ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে। তার পরেও খুনীরা খ্যান্ত হয়নি তৎক্ষনিক গলা কেটে জবাই করে মৃত্যু নিশ্চত করে মাঠের ভেড়ীতে ফেলে রেখে খুনীরা পালিয়ে যায়।রাতে খোজাখুজির শেষে সকালে ৮:০০ঘটিকার দিকে মাঠে লাশ পড়ে থাকার খবর পেয়ে আপনজনেরা পুলিশকে খবর দেয়, পুলিশ লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে প্রেরন করে। বর্তমানে খুনীরা পলাতক, পুলিশ কোন আসামী গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এলাকাবাসির বক্তব্য এই জঘন্য খুন মামলার আসামী ধরতে পুলিশের ব্যর্থতা বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *