কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ করতে ট্রেনের টিকিট কিনতে লাগবে এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর: রেলমন্ত্রী
কালোবাজারি ও স্টেশন মাস্টারদের জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে আগামী দিনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলক করা হতে পারে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রবিবার (২০ জানুয়ারি) রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন। রেলপথ মন্ত্রণালয় এ বিষয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে বলেও জানান মন্ত্রী। এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর দিয়ে ট্রেনের টিকিট কেনাবেচা হলে কালোবাজারিদের দৌরাত্ম্য বন্ধ হবে বলেও মনে করেন তিনি। রেলমন্ত্রী বলেন, ‘স্টেশন মাস্টারের জবাবদিহি নিশ্চিত করতে এনআইডি দিয়ে টিকিট কেনার পদ্ধতি শুরু করা প্রয়োজন। আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সরকারের গত দশ বছরে রেলের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস বেড়েছে। তবে এই অর্জন কখনও কখনও নষ্ট করে দিচ্ছে টিকিট কালোবাজারিরা।’
টিকিট কালোবাজারির কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘চাহিদার সঙ্গে যখন বাস্তবতার সামঞ্জস্য না থাকে তখনই টিকিট কালোবাজারি হয়।’রেলের সেবা আরও কীভাবে ডিজিটাল করা যায় সে বিষয়ে দ্রুত উদ্যোগ নেয়া হবে বলেও জানান নুরুল ইসলাম সুজন।উল্লেখ্য, বর্তমানে দেশের কিছু কিছু রেলপথে অনলাইনে ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর বাধ্যতামূলক করা হয়েছে।