দৌলতপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা আদায়।
হেলাল উদ্দিন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ও দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আরিফিন সুলতানা নিপা’র উপস্থিতে ১৬ জানুয়ারী বুধবার সকাল ১১:৩০ মিনিটে বাজারের বিভিন্ন খাবারের হোটেল , ঔষধ ও ফলের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। উক্ত আদালত ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৫ ধারায় শাজাহান হোটেল মালিকে অস্বাথ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে ৩ হাজার টাকা জরিমান করেন। বেমেলা ডেল্টাল কেয়ার এন্ড ফার্মেসীতে ভোক্তা অধিকার আইনের ১৫ ধারা মতে মেয়াদ উর্ত্তীন্ন ঔষধ রাখার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত। জানাগেছে নিজেকে ডেল্টাল ডাক্তার পরিচয় দেওয়া আফাজ উদ্দিন রফিক কোন সার্টিফিকেট দেখাতে না পারেনি। এ সময় আদালত পরিচালনার খবর উপজেলার বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়লে প্রায় খাবারের হোটেল ও ঔষধের দোকান মালিক দোকান বন্ধ করে পালিয়ে যায়। এ সময় নির্বাহী অফিসার বাজারের মানুষকে বোঝান মানুষের কাছে নিরাপদ খাদ্য তুলে দেওয়া দায়ীত্ব আমাদের সকলের। উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান আমরা নিরাপদ খাবার নিশ্চিত করতে প্রায় অভিযান চালিয়ে আসছি, আজকে ও বিভিন্ন হোটেল ও দোকানে অভিযান চালিয়ে আইন অমান্য করায় জরিমানা আদায় করেছি এবং আমাদের অভিযান চলোমান থাকবে।