একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে
অপরাধ তথ্যচিত্র ডেক্স: একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার (১৪ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। সংবিধান অনুযায়ী ৩৫০ জন সংসদ সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়। সরাসরি নির্বাচনের মাধ্যমে ৩০০ জন এবং সংসদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে ৫০ জন সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচিত হন। ইসি সচিব বলেন, ‘এছাড়া আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সারা দেশে ধাপে ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।’
তিনি বলেন, ‘মার্চের প্রথম সপ্তাহ থেকে উপজেলা পরিষদ নির্বাচন। এজন্য ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বিস্তারিত তফসিল ঘোষণা করা হবে।’ হেলালুদ্দীন বলেন, ‘প্রথমে চার ধাপে ৮টি বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়াদ শেষ না হওয়ার কারণে যেগুলো বাকি থাকবে, সেগুলোতে পরের ধাপে ভোটগ্রহণ করা হবে।’ তিনি বলেন, ‘সদর উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।’