বিটিভিতে চিত্রায়ণ হল ‘আলো’

নিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শিশুকিশোর নাট্য সংগঠন কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর নাটক ‘আলো’ চিত্রায়ণ হল বাংলাদেশ টেলিভিশনে। রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় আলো নাটকে উঠে এসেছে দেশীয় সাংস্কৃতিক রক্ষা জোরালো আবেদন। গ্রাম বাংলার বাউল শিল্পীদের জীবন-চিত্রের উপর নির্মিত এ নাটকটি অচিরেই বিটিভিতে প্রচার হবে।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে মূসা আহম্মেদ জানান, নতুন বছরের শুরুতে বরাবরের মত ভিন্ন ধারার নাটক নিয়ে আমরা দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। আলো নাটকে গ্রাম বাংলার আবহমান চিত্র ও বাউল জীবন দর্শন ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। দেশ বরেণ্য গায়ক আশরাফ উদাসের হাড়ের বাকশ গানটি নাটকটিতে ভিন্ন মাত্র যোগ করেছে।
আলো নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, নাঈম, অন্তর, রিজন, মামুন, চাঁদনি, শৈলী, মনা, বাঁধন, আশরাফ, রোহান সহ আরো অনেকে। উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১২ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে। রাজধানীর কাওলায় রয়েছে দলটির মহড়া কক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *