সুন্দরবনে নৌকা ভর্তি ভারতীয় ফরমালিন জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী

মনির হোসেন,মংলা: গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম সুন্দরবনের গহীনে ভারত সীমান্তবর্তী হলদেবুনিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ফরমালিন জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। জানা গেছে, গত মঙ্গলবার গভীর রাতে চোরাকারবারীরা অবৈধভাবে ফরমালিন বাংলাদেশে আনার সময় কোস্টগার্ড কৈখালী স্টেশনের পেটি অফিসার নজরুল ইসলামের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা গোপন সংবাদ পেয়ে সেগুলো জব্দ করে। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, ফরমালিন পাচারের খবর জানতে পেরে তাৎক্ষণিক সুন্দরবনের হলদে বুনিয়া এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এ সময় ঘটনাস্থল থেকে ৪ সিলিন্ডার বিশিষ্ট একটি বোটসহ ৯৪০ কন্টিনিয়ার ভর্তি চার হাজার ৭০০ লিটার ভারতীয় ফরমালিন জব্দ করা হয়। কোস্টগার্ডের উপস্থিতি আঁচ পেয়ে পাচারকারীরা নদীতে লাফিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। বোটসহ জব্দকৃত ৭৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফরমালিন শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শ্যামনগর থানায় জিডি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *