বৃহস্পতিবার ব্যারাকে ফিরছে সেনাবাহিনী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নির্বাচনকালীন দায়িত্ব পালন শেষে আগামীকাল বৃহস্পতিবার (৩ জানুয়ারি) থেকে ব্যারাকে ফিরছেন সেনা নৌ বাহিনীর সদস্যরা। দেশের বিভিন্ন স্থানে স্থাপিত অস্থায়ী সব ক্যাম্প গুটিয়ে ব্যারাকে ফিরতে সশস্ত্র বাহিনীর সদস্যদের ২/১ দিন লাগতে পারে।এবার ‘ইনস্ট্রাকশন রিগার্ডিং ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নির্বাচনকালীন দায়িত্ব পালন করে সশস্ত্র বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ৩০ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গত ২৪ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে মাঠে নামতে শুরু করে সেনা ও নৌ বাহিনীর সদস্যরা। ২ ডিসেম্বর পর্যন্ত তাদের ওপর নির্বাচনী দায়িত্ব বর্তানো ছিল। এবারের নির্বাচনে ৫০ হাজার সেনা সদস্য ও ৫ হাজার নৌবাহিনীর সদস্য মাঠে ছিলেন।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩৮৯ উপজেলায় সেনা ও উপকূলবর্তী ১৮টি উপজেলায় নৌ বাহিনীর সদস্য নিয়োজিত ছিলেন। এছাড়াও রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সেনা সদস্যদের যানবাহনে নিরাপত্তা তল্লাশি চালাতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *