নির্বাচনে অংশ নেয়া তারকাদের খোঁজখবর

আওয়ামী লীগ থেকে নীলফামারী-২ আসনে নির্বাচিত হয়েছেন অভিনেতা ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আন্দালিভ রহমান পার্থকে হারিয়ে ১৭ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আকবর হোসেন পাঠান ফারুক। এই আসনের আরেক প্রার্থী হুসেইন মু. এরশাদ আগেই ফারুকের পক্ষে সমর্থন দিয়ে সরে দাঁড়ান। মানিকগঞ্জ-২ আসনে পুনরায় নির্বাচিত হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম। । সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনকচাঁপা পেয়েছেন ১১১৮ ভোট। সেই আসনে প্রায় সোয়া ৩ লাখ ভোটে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ নাসিম।এছাড়া আরো জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা এবং সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয়।
বেবি নাজনীনকে নীলফামারী-৪ আসনে বিএনপি মনোনয়ন দিলেও আইনি জটিলতায় মনোনয়নপত্র প্রত্যাহার হয়ে যায়।বরিশাল-২ আসনে নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা লাঙ্গল প্রতীকে নির্বাচন করে ১৪৭১ ভোট পেয়েছেন। এই আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মো. শাহে আলম। নড়াইল-২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া, বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
তিনি পেয়েছেন ২৭১২১০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭৮৮৩ ভোট।তিনি হচ্ছেন বাংলাদেশের প্রথম কোন ক্রিকেটার যিনি একজন এমপি হিসাবে ওয়ানডে বা ঘরোয়া ক্রিকেট খেলতে যাচ্ছেন।আরেকজন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় মানিকগঞ্জ-১ আসন থেকে পুনরায় নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২ লাখ ৫১ হাজার ২৫৫ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *