সংসদ নির্বাচন: সহিংসতায় বিভিন্ন জেলায় ১৫ জন নিহত হয়েছে

বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে নির্বাচনী সহিংসতার খবর আসছে। এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পুলিশ। বগুড়া, কুমিল্লা, রাঙামাটি, ব্রাক্ষ্মণবাড়িয়া, নরসিংদী ও কক্সবাজার জেলায় একজন করে নিহত হয়েছেন। অন্যদিকে রাজশাহী ও চট্টগ্রাম জেলায় দুই জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বগুড়ার কাহালু উপজেলার বাগৈল ভোটকেন্দ্রে দুপুর ১টার দিকে আওয়ামী লীগ সমর্থকদের সাথে বিএনপি-জামাত সমর্থকদের সংঘর্ষ হয়।
এতে ২ জন আহত হওয়ার পর তাদের হাসপাতালে নেয়া হয়, সেখানে একজনের মৃত্যু হয়।
বগুড়া জেলার পুলিশ সুপার আলী আশরাফ ভুইঞা খবরটি নিশ্চিত করেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান জানিয়েছেন, জেলার শিবপুরের কুন্দেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নরসিংদি-৩ আসনের এক স্বতন্ত্র এবং নৌকার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় দুপুর ১২টার দিকে। এই ঘটনায় মিলন মিয়া নামে আওয়ামী লীগের একজন সমর্থক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রাজশাহী-৩ আসনে মোহনপুর উপজেলায় পাকুড়িয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের সামনে বেলা ১১টার দিকে সংঘর্ষে মেরাজউদ্দিন নামে ২২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়। অন্যদিকে টানোরের ওসি রেজাউল ইসলাম জানিয়েছেন, টানোরের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের আশেপাশে দুপুরের দিকে সংঘর্ষে একজন আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সিনিয়র এএসপি আব্দুর রাজ্জাক তথ্যটি নিশ্চিত করেন। এই পুলিশ কর্মকর্তা জানান বিএনপি-আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় নিহত মেরাজউদ্দিন মাথায় আঘাত পান। তাকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করা হচ্ছে।পার্বত্য জেলা রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগির কবির খবর নিশ্চিত করে বলেছেন, রাঙ্গামাটির কাউখালীতে সকালে আওয়ামী লীগের একজন পোলিং এজেন্ট মোটরসাইকেল করে কেন্দ্রে যাবার সময় হামলার মুখে পড়েন।তাঁকে লাঠিসোটা দিয়ে পেটানো হলে সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
তিনি একই সাথে ঘাগড়া ইউনিয়নের যুবলীগের সেক্রেটারি বলে জানিয়েছেন মি. কবির।
তিনি হামলার জন্য বিএনপি কর্মীদের দায়ী করেছেন।এরপর ঐ এলাকায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *