নায়ক ফারুককে সমর্থন করে, সরে গেলেন এরশাদ

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ। নিজেকে সরিয়ে আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুককে সমর্থন দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন ঢাকা-১৭ আসেনর সাবেক সাংসদ এরশাদ। এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে চিত্রনায়ক ফারুক এরশাদের দোয়া নিতে যান। এরশাদ তখন ফারুককে সমর্থন দেয়ার আশ্বাস দেন। ঢাকা-১৭ ছাড়াও এরশাদ তাঁর নিজ জেলা রংপুর সদর ও নিয়ে গঠিত (রংপুর-৩) আসনে প্রার্থী হয়েছেন। ঢাকা-১৭ ছেড়ে দেয়ার ফলে, রংপুরের এই একটি আসন থেকেই নির্বাচন করতে যাচ্ছেন প্রতি নির্বাচনে একাধিক আসনে প্রদিদ্বন্দ্বিতা করা সাবেক এই রাষ্ট্রপতি। রংপুর-৩ মহাজোটের শরীক হিসেবে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দিলেও ঢাকা-১৭ আসনে ফারুককে প্রার্থী করে। এনিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। অবশেষে নবম জাতীয় সংসদে এ আসন থেকে সাংসদ হওয়া এরশাদ আসনটি ছেড়ে দিলেন। এর আগে, চিকিৎসার জন্য গত ১০ ডিসেম্বর রাতে সিঙ্গাপুরে যান এরশাদ। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু। প্রায় ২ সপ্তাহেরও বেশি সময় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে বুধবার (২৬ ডিসেম্বর) দেশে ফিরেছেন সাবেক এই রাষ্ট্রপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *