‘বিশ্ব তাকিয়ে আছে, ভোটকেন্দ্রে ভয়-ভীতির ঊর্ধ্বে থাকুন’

যেকোনও ধরনের ভয়-ভীতি, রাগ-অনুরাগের ঊর্ধ্বে থেকে ভোটকেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের পরামর্শ দিয়েছেন নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম। তিনি বলেছেন, ‘সব ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। ভোটগ্রহণ প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এ নির্বাচনের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে।’ শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরের মনিরামপুর উপজেলা অডিটোরিময়ামে প্রিসাইডিং কর্মকর্তাদের দিকনির্দেশনামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভোট প্রক্রিয়ায় নীতিমালা সম্পর্কে নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছ ধারণা রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনের স্বার্থে পক্ষপাতহীন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।’ তিনি জানান, প্রিসাইডিং অফিসার সহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সার্বিক নিরাপত্তার জন্য নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে।
প্রিসাইডিং কর্মকর্তাদের উদ্দেশ্যে কবিতা খানম বলেন, ‘নির্বাচনের আগের দিন রাতে ভোটকেন্দ্রে আপনাদের টিম নিয়ে সর্তকতার সঙ্গে অবস্থান নেবেন। একটি ভুলের কারণে প্রশংসার স্থলে নিন্দা নিতে চাই না।’নারী ভোটারদের সকাল সকাল কেন্দ্র গিয়ে ভোটদানের পরামর্শ দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনের দিন সকালেই মা-বোনেরা আগে ভোট কেন্দ্রে পৌঁছাবেন। চেষ্টা করবেন তারা যেন যথাযথভাবে নির্বিঘ্নে তাদের ভোট দিতে পারেন।’ এসময় তিনি গণমাধ্যমকর্মী, দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নির্বাচনের নীতিমালা অনুসরণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *