বগুড়া-৩ আসনে ধানের শীষের প্রার্থী না থাকায় নেতা-কর্মীরা হতাশ
আদমদীঘি প্রতিনিধি: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী না থাকায় নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। জানা গেছে, বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন একই পরিবারের তিনজন বিএনপির মনোনয়ন পত্র তুলেছেন তারা হলেন জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদার খোকা, তার সহধর্মীনি মাছুদা মোমিন তালুকদার ও খোকার আপন ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারসহ মোট ১১ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিএনপির সংসদীয় মনোনয়ন বোর্ড সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদার খোকা নাম ঘোষনা দেন। পাশাপাশি বিকল্প প্রার্থী হিসেবে তার সহধর্মীনি মাছুদা মোমিন তালুকদারের নাম রাখা হয়। গত ২৮ নভেম্বর বুধবার আব্দুল মোমিন তালুকদার খোকা ও মাছুদা মোমিন জেলা রিটারিং অফিসারের নিকট থেকে পৃথক পৃথক ভাবে মনোনয়ন দাখিল করেন। অপরদিকে আব্দুল মহিত তালুকদারের মনোনয়ন পত্র অবৈধ ঘোষনা করেন। গত ৯ ডিসেম্বর রবিবার আব্দুল মোমিন তালুকদার খোকার মনোনয়ন প্রত্যাহার করে নেয়। বিএনপির মহাসচিব গনপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১৬ (২) অনুচ্ছেদ বিধি মতে মাছুদা মোমিন কে ধানের শীষ প্রতীক দেওয়ার পত্র দেন। মাছুদা মোমিন বিএনপির একমাত্র প্রার্থী হিসেবে মহাসচিব স্বাক্ষরিত ধানের শীষ প্রতীক পত্রটি বগুড়া জেলা রিটারিং অফিসার বরাবর হস্তান্তর করেন। এ দিকে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার তার মনোনয়ন পত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেন। সেখানে তার আপিল খারিজ হয়ে যায়। উক্ত আদেশের বিরুদ্ধে আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার উচ্চ আদালতে রিট পিটিশন, যাহার নং-১৫৬২৫/১৮ দাখিল করেন। উচ্চ আদালত আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের প্রার্থীতা বৈধ ঘোষনা করেন। সেই মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি আবেদন পত্রে মাছুদা মোমিন এর মনোনয়ন বাতিল পূর্বক বিএনপির বৈধ প্রার্থী আব্দুল মহিত তালুকদার কে ধানের শীষের প্রতীক বরাদ্ধ দেওয়ার জন্য প্রত্যয়ন পত্র প্রদান করেন। গত ১০ ডিসেম্বর আব্দুল মহিত তালুকদার জেলা রিটানিং অফিসারের নিকট বিএনপির মহাসচিবের প্রত্যয়ন পত্র হস্তান্তর করে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক গ্রহন করেন। পরের দিন ১১ ডিসেম্বর সোমবার থেকে তিনি দুই উপজেলায় নির্বাচনী মত বিনিময় ও প্রচারনা অংশ নেয়। এদিকে নির্বাচন কমিশন আদালতের এই আদেশের বিরুদ্ধে চেম্বার জজ আদালতে আপিল করেন। গত মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দীকির আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে এ বিয়য়ে শুনানির জন্য পূণাঙ্গ বেঞে পাঠিয়ে দেন। ১৭ ডিসেম্বর সোববার সুপ্রীম কোটের আপিল বিভাগ আব্দুল মহিত তালুকদারের মনোনয়ন অবৈধ বলে রায় দেন। এতে করে এই আসনে ধানের শীষ প্রতীক শুণ্য হয়েছে। ফলে আদমদীঘি-দুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন স্থানে নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের পোষ্টার ছেয়ে গেলও বিএনপির ধানের শীষের কোন পোষ্টার নেই। যার কারনে নেতা-কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে।