ফুলবাড়ীতে বিধিমালা লঙ্গন করে বেতদিঘী ইউনিয়নের নথন গ্রামে ইট ভাটা নির্মান
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নথন গ্রামে অবৈধ ভাবে এস.ডাবলু.বি নামের ইট ভাটাটি বিধিমালা লঙ্গন করে আবাদি জমির পার্শ্বে নির্মাণ করছে। ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের নথন গ্রামের সফিকুল ইসলামের লিখিত অভিযোগে জানাযায় যে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চকদলু গ্রামের মোস্তাফিজুর রহমান ডাবলুসহ আরো কয়েকজন মিলে বেতদিঘী ইউনিয়নের নথন গ্রামে ফিক্সড খড়ির ভাটা নির্মাণ করে ইট পোড়া শুরু করেছে। স্থানীয় গ্রামের লোকজন বাধা দিলেও ঐ ব্যাক্তি ইট ভাটা নির্মাণের কাজ বন্ধ না করে বিধিমালা লঙ্গনকরে ভাটা নির্মাণ করেন। পার্শ্ববর্তী এলাকায় বিপুল পরিমান আবাদি জমি থাকায় কৃষকদের অফুরক্ত ক্ষতি সাধন হবে এবং কৃষিতে প্রভাব পড়বে। কেননা এই এলাকার জমিগুলি দুই ফসলি এবং কৃষির উপর নির্ভর করে তারা জীবন-জীবিকা চালায়। পরিবেশ রক্ষার্থে ফিক্সড খড়ির ভাটা বর্তমানে কোথাও নাই। নতুন করে ভাটা নির্মাণে অনুমতিও নাই। বেতদিঘী ইউনিয়নের নথন গ্রামের মোঃ আফজাল হোসেন এর পুত্র মোঃ আখতার ও একই গ্রামের মৃত্য খাজের উদ্দিন এর পুত্র মোঃ আনিসুর রহমান জানান, আমাদের ইট ভাটার পার্শ্বে জমি রয়েছে। ইট ভাটার সিপনির অ্যাশ বের হয়ে ধানের পাতায় পড়লে ধানের পাতাগুলি পুড়ে যাবে এবং ধানের অফুরন্ত ক্ষতি সাধন হবে। এলাকাবাসির পক্ষে নথন গ্রামের মোঃ সফিকুল ইসলাম গত ১৮.১১.২০১৮ ইং তারিখে আবাদি জমির পার্শ্বে এস.ডাবলু.বি নামের ইট ভাটাটি বন্ধের জন্য ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। এ বিষয়ে বেতদিঘী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুসকেও বিষয়টি এলাকাবাসি অবগত করেন। এলাকার কৃষকেরা অতি তাড়াতাড়ি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধকল্পে স্থানীয় প্রাশাসন ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আসু হস্থক্ষেপ কামনা করেছেন।