চার মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেলেন যারা

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দেয়ার পরে খালি হওয়া মন্ত্রণায়গুলোর দায়িত্ব বণ্টন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বণ্টন হওয়া মন্ত্রণালয়গুলোর মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনকে। তিনি আগে এই মন্ত্রণালয়টির মন্ত্রী ছিলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হোসেন। মঙ্গলবার (১১ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে এক আদেশ জারি করেছে। এতে বলা হয়, রুলস অব বিজনেসের ক্ষমতাবলে প্রধানমন্ত্রী বর্তমান দায়িত্বের অতিরিক্ত হিসেবে মন্ত্রীদের এসব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। চলতি বছর জানুয়ারিতে মন্ত্রিসভায় সর্বশেষ রদবদলের পর থেকে ৩০ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী এবং দুইজন উপমন্ত্রী সরকারে দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে ধর্মমন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার টেকনোক্র্যাট হিসেবে ছিলেন। অর্থাৎ এরা সাংসদ না হয়েও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আসন্ন একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভা থেকে টেকনোক্র্যাট মন্ত্রীদের পদত্যাগ করার নির্দেশ দেন। ওই দিন সন্ধ্যায় চার মন্ত্রী মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন। রবিবার (৯ ডিসেম্বর) রাষ্ট্রপতি চারজনের পদত্যাগপত্র গ্রহণ করার পর তাদের অব্যাহতি দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *