বাগাতিপাড়ায় ভুয়া হোমিও চিকিৎসকের ঔষুধ খেয়ে মৃত্যু ২ ভুয়া চিকিৎসক আটক, চিকিৎসা কেন্দ্র পুলিশ হেফাজতে


বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: জেলার বাগাতিপাড়ায় পেড়াবাড়িয়া (মালঞ্চি) বাজারের ভুয়া হোমিও চিকিৎসক শরিফুল ইসলামের (৪০) দেয়া ঔষুধ খেয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। ভুয়া চিকিৎসক শরিফুলকে আটক করে চিকিৎসা কেন্দ্রটি হেফাজতে নিয়েছে পুলিশ। এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকালে পেড়াবাড়িয়া বাজারে হোমিও চিকিৎসকের ঘরে গিয়ে ঔষুধ খেয়ে অসুস্থ্য হয়ে পড়ে জিয়াউর রহমান ও খোকন নামের দুই রোগী। তাদের অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকন সরকারকে (৪২) মৃত ঘোষণা করে। আর জিয়াউর রহমানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমানকেও মৃত ঘোষণা করে। জিয়াউর রহমান (৪৫) বাগাতিপাড়া পৌর এলাকায় ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সোনাপাতিল মহল্লার মৃত সাজদার মাস্টারের ছেলে। আর খোকন সরকার উপজেলার ফাগুয়ারদিয়ার এলাকার আব্দুল মজিদের জামাই। তিনি ঘরজামাই থেকে গামের্ন্টস কাপড়ের ব্যবসা করতো। পরিবারের দাবি ওই ভ‚য়া চিকিৎসক রোগীদের যৌন উত্তেজক কোন পানীয় বা স্পিরিট জাতীয় কোন বিষাক্ত পদার্থ পান করিয়েছিল। এদিকে এ ঘটনার পর পরই পুলিশ গিয়ে ভুয়া চিকিৎসক শরিফুলকে আটক করে থানায় নিয়ে যায়। শরিফুল পৌরসভার লক্ষণহাটি মহল্লার মৃত আব্দুর রহমানের ছেলে।
স্থানীয় প্রতিবেশী ও বাগাতিপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিদ হোসেন লিটন জানান, সে প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পার হয়েছে জানি। শিক্ষাগত যোগ্যতা নেই অথচও ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছে। এমন ভুয়া ডাক্তারের চিকিৎসায় মানুষের জীবনের কোন নিরাপত্তা থাকে না। শরিফুলের মত এমন ভ‚য়া চিকিৎসকের বিরুদ্ধে প্রশাসনের সোচ্চার হওয়া জরুরী বলে মনে করেন তিনি। দূর্ণীতি প্রতিরোধ কমিটির বাগাতিপাড়া উপজেলা কমিটির সেক্রেটারী মাহাতাব উদ্দিন বলেন, শরিফুল নিজও একজন মাদকসেবী আবার মাদকসেবীদের প্রশ্রয়দাতা। তারমতো এমন ভ‚য়া চিকিৎসক কিভাবে উপজেলা পরিষদের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ এমন অবৈধ কার্যক্রম করতে পারে। তার বিরুদ্ধে পূর্বেও রোগীকে ভুয়া চিকিৎসার অভিযোগ উঠেছিলো। এ ব্যপারে বাগাতিপাড়া থানার ভারপ্রপাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। এছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহের ময়না তদন্তে পাঠানো হয়েছে পরে এর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *