ফেনীতে ট্রেনের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত


ফেনী সদর উপজেলার শর্শদী বাজারসংলগ্ন রেলগেট এলাকায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের ফেনী অংশের শর্শদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবুল বশর (৫৫), মো. দোলন (৩২) ও মনসুর আহম্মদ (২৬)। আট বছর বয়সী শিশুটির নাম জানা যায়নি। আহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- মাসুম (২৫), মো. দুলাল (৪০), বাসচালক মনির (৪৪) ও চালকের সহকারী আবদুর রহিম (২২)। বাসচালক মনিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। ফেনী রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এসআই হারুন জানান, সন্ধ্যায় কৈইখালী থেকে ছেড়ে আসা ফেনীগামী একটি বাস শশর্দী বাজারের পাশে রেলগেট পার হওয়ার সময় রেললাইনে আটকে পড়ে। এ সময় চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী ট্রেনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। তিনি বলেন, এতে এক শিশুসহ বাসের ৪ যাত্রী নিহত হয়। আহতদের ফেনী আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই স্থানীয় লোকজন বলে পুলিশ নিশ্চিত করেছে।নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ ফেনীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *