দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকাররম হোসেনের নেত্বতে দুই মাসে অস্ত্র গুলি ও মাদক সহ শতাধীক গ্রেফতার


তবিয়াজ সরকার,দাকোপ(খুলনা)প্রতিনিধি : দাকোপ থানা পুলিশের অব্যহত অভিযানে জঙ্গি,মাদক,সন্ত্রাস ও চোরাচালান মুক্ত হতে চলেছে দাকোপ উপজেলা। জানা যায়, গত ৩ই অক্টোবর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে মোঃ মোকাররম হোসেন যোগদানের পর পাল্টে গেছে দাকোপের চিএ। মোঃ মোকাররম হোসেন যোগদানের পর মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষনা করেন। এসময় বনদস্যু,মাদক ব্যবসায়ী, চোরাকারবারী ও যাবৎ জীবন সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলার ওয়ারের্ন্ট ভুক্ত প্রায় শতাধীক আসামীকে গ্রেফতার করেন। একঝাক কর্মি বাহিনী নিয়ে জঙ্গি,মাদক,সন্ত্রাস ও চোরাচালান মুক্ত দাকোপ গড়তে ভারপ্রাপ্ত কর্মকর্তার সঠিক দিক নির্দেশনায় প্রতিটি অভিযান সফলতা অর্জন করেছেন। দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইয়াবাসহ গ্রেফতার করেন মোংলার ইয়াবা ব্যবসায়ী সোহাগ শেখকে এসময় গাজা ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার একাধীক আসামীকে গ্রেফতার করেন। পানখালী ফেরীঘাট হতে বিএম এ্যানার্জী (বিডি) লিঃ এর খুলনার মহা-ব্যবস্থাপক(প্রশাসন) মোঃ মাকসুদ হাসান (৩৫)কে জার্মানীর তৈরী একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করেন। চালনা পৌরসভার আচাভুয়া থেকে ইয়াবা সহ গ্রেফতার করেন আমান উল্লাহ লিয়ন(২০)কে বিদেশী মদসহ গ্রেফতার হন পৌরসভার সাবেক কাউন্সিলর মিন্টু আচারী। এসময় গাজা সহ একাধীক আসামী গ্রেফতার হয়। পুলিশের অব্যহত অভিযানে চালনা পৌরসভাসহ দাকোপের মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও চোরাকারবারীরা পালিয়ে বেরাচ্ছেন। প্রতারনা মামলায় গ্রেফতার করেন বানিশান্তার জরিনা বেগমকে । বানিশান্তা ও লাউডোব ইউনিয়ন থেকে ওয়ারেন্ট ভুক্ত পালিয়ে থাকা রনজিৎ বিশ্বাস, আঃ মজিদ শেখ,ঐন্দিয়া মন্ডল,বেল্লাল সরদার, টুটুল গাজী,প্রবীর গাইন সহ একাধীক আসামী গ্রেফতার হয়। নলিয়ান-কালাবাগী এলাকা হতে বন আইনের মামলায় ওয়ারের্ন্ট ভুক্ত পলাতক সাজাপ্রাপ্ত মোঃ মোফাজ্জল হোসেন,আসাকুন শেখ,ফজলু গাজীকে গ্রেফতার করেন। কথা হয় এস আই পলাশ দাশের সাথে তিনি বলেন, জনগনের সেবার জন্য আমাদের দুয়ার সর্বদা খোলা। প্রতিদিন জমিজমা,পারিবারিক কলহ সহ অনেক ধরনের অভিযোগ আসছে। আইন শৃঙ্গলা রক্ষার পাশাপাশি সব ধরনের অভিযোগের সঠিক সেবা দেওয়ার আপ্রান চেষ্টা করছি। দকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোকাররম হোসেন বলেন, আইন শৃঙ্গলা ও জনগনের নিরাপত্তা রক্ষার্থে চালনা পৌরসভা সহ দাকোপের নয়টি ইউনিয়নে আমাদের কঠোর নজরদারী রহেছে। জঙ্গি, মাদক, সন্ত্রাস ও চোরাকারবারীদের সাথে কোন আপোষ নেই উল্লেখ করে বলেন, এদের পক্ষ নিয়ে কোন মহল যদি তদবির করে তাকেও ছাড় দেওয়া হবেনা। দাকোপবাসীর উদ্দেশ্যে বলেন, সামনে নির্বাচন সবাইকে সজাগ থাকতে হবে। জঙ্গি,মাদক,সন্ত্রাস ও চোরাচালান মুক্ত দাকোপ গড়তে জনগনের সার্বিক সহযোগিতা একান্ত কাম্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *