মহেশপুরের শ্যামকুড়ে সুষ্ঠ মনোরম পরিবেশে আজ শেষ হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা (পি এস সি)২০১৮


মোঃমশিয়ার রহমান টিংকু(ঝিনাইদহ মহেশপুর): ঝিনাইদহ মহেশপুর সহ সারাদেশে আজ থেকে শেষ হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা পি এস সি২০১৮।মহেশপুর উপজেলার ৫নং শ্যামকুড় ইউপিতে শ্যামকুড় ও তালসারে পি এস সি পরীক্ষার মোট দুইটি পরীক্ষা কেন্দ্র রয়েছে।এরমধ্যে শ্যামকুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে অত্র এলাকার ভবনগর,অনন্তপুর,শ্রীনাথপুর,শ্যামকুড়,লড়াইঘাটা সহ মোট ৯টি প্রাথমিক বিদ্যালয়ের ২৫৫জন ছাত্র /ছাত্রী (পি এস সি)সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে।মহেশপুরের প্রাথমিক শিক্ষা অফিসের AUEO-মোঃরফিকুল ইসলাম শ্যামকুড় সরঃপ্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সার্বক্ষণিক পরিদর্শনে নিয়োজিত ছিলেন।তিনি সাংবাদিক কে জানান-বাংলা,গনিত এবং ইংরেজী সহ মোট ৬টি পাঠ্যপুস্তকের ৬টি পরীক্ষায় অংশগ্রহন করে ছাত্র/ছাত্রীগন,এবং শ্যামকুড় ইউপির দুইটি পরীক্ষা কেন্দ্রের মধ্যে কোনটিতেই প্রশ্নফাঁস ও নকলের মত অনাকাঙ্ক্ষিত কোন অভিযোগ পাওয়াযায়নি।এছাড়াও অনন্তপুর সরঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক-মোঃবজলুর রহমান এবং শ্রীনাথপুর সরঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষক-মোঃশরিফুল ইসলাম জানান-এবারের পিএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের মধ্যে প্রায় অধিকাংশ শিক্ষার্থী উত্তির্ণ হবে বলে আশাবাদি।আজ সর্বশেষ ইসলাম শিক্ষা পরীক্ষার মধ্যদিয়ে ৫মশ্রেনীর পিএসসি-২০১৮ সমাপনী পরীক্ষা সুষ্ঠ ও মনোরম পরিবেশে শেষ হয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *