খানসামা উপজেলা আনসার ও ভিডিপী সমাবেশ-২০১৮
মো: মোজাফ্ফর হোসেন, দিনাজপুর প্রতিনিধি : খানসামা উপজেলা আনসার ও ভিডিপী সমাবেশ-২০১৮ সকাল ১০ টায় ১৪ নভেম্বর (বুধবার)খানসামা উপজেলা কমপ্লেক্স হলরুম এ উপজেলা আনসার ও ভিডিপী সমাবেশ-২০১৮ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতির দায়ীত্ব পালন করেন জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খানসামা, প্রধান অতিথি জনাব শহিদুজ্জামান শাহ,চেয়ারম্যান, খানসামা উপজেলা পরিষদ , বিশেষ অতিথি জনাব আব্দুল মোত্তালেব ,সার্কেল অ্যাডজুটেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সহ উপজেলা পরিষদের অন্যান্য
কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমাবেশে আনসার ও ভিডিপির বিভিন্ন উন্নতি, তাদের কার্যক্রম, সদস্য সংখ্যা তুলে ধরা হয়েছে। জনাব আব্দুল মোত্তালেব (সার্কেল অ্যাডজুটেন্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেন, আনসার ভিডিপি আর আগের অবস্থায় নেই। তারা অনেক এগিয়ে গেছে। অন্যান্যরাও একমত প্রকাশ করেন। তিনি আরো জানান আসন্ন নির্বাচন উপলক্ষে প্রত্যেক সদস্যদের নতুন পোষাক দেয়া হবে। খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নির্বাচনের আগেই আনসার ভিডিপি দের হাতে নির্দিষ্ট সংখ্যক শটগান দেয়া হবে। তিনি তাদের নিয়ম শৃঙ্খলা মেনে দায়িত্ব পালনের আহবান জানান।আনসার ভিডিপি তাদের শ্রম দিয়ে তৃনমূল পর্যায়ে শান্তি রক্ষা করেন। শেষে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দরা। বিভিন্ন উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ ও সাংগঠনিক কাজে অবদান রাখার জন্য মোছাঃ লাকি বেগম কে বাইসাইকেল দেয়া হয়। এছাড়া ও বিভিন্ন সাংগঠনিক কাজের জন্য প্লেট ও ছাতা ফ্লাক্স , রাত্রিকালিন পাহারার জন্য টর্চ লাইট , বিনোদনের জন্য দাবা খেলার সরঞ্জাম দেয়া হয়। শেষে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ভাতা বিতরণ প্রদান করেন।