ভোট কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করা যাবে না
অপরাধ তথ্যচিত্র ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণকালে কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি। তবে অল্প সময়ে জন্য সাংবাদিকরা ভোটকেন্দ্রে ঢুকতে পারবেন ও ছবি তুলতে পারবেন।মঙ্গলবার (১৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন সিইসিসহ নির্বাচন কমিশনাররা। এসময় রিটার্নিং অফিসারদের এ নির্দেশনা দেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।রফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিকদের ব্যাপারে আমাদের একটা নীতিমালা আছে। সেই নীতিমালা অনুসারে উনারা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন অল্প সময়ের জন্য। ছবিও নিতে পারবেন। তবে কেউ সরাসরি সম্প্রচার করতে পারবেন না।’রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে নির্বাচন তিনি আরও বলেন, ‘আমরা একটা আইনানুগ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই। সঠিকভাবে দায়িত্ব পালন না করলে কিন্তু প্রশ্নবিদ্ধ হবেন। আর আপনারা প্রশ্নবিদ্ধ হবেন মানেই আমরা প্রশ্নবিদ্ধ হবো।’ তিনি বলেন, ‘মনোনয়নপত্র গ্রহণ-বর্জন-বাতিল করার কাজটা সবচেয়ে জটিল এবং কঠিনতম কাজ।’ রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে কোনও রকম পক্ষপাতিত্ব যেন না হয় সে বিষয়েও তিনি নির্দেশনা দেন।