বিএনপির ফরম কিনতে আসা হাজার হাজার নেতাকর্মীর ঢলকে ‘আচরণবিধি লঙ্ঘন নয়’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার
অপরাধ তথ্যচিত্র ডেক্স: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম কিনতে আসা হাজার হাজার নেতাকর্মীর ঢলকে ‘আচরণবিধি লঙ্ঘন নয়’ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। মঙ্গলবার (১৩ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অফিসে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘বিএনপির দলীয় কার্যালয়ে যে মনোনয়ন ফরম নিতে লোক আসছে এটা আচরণবিধি লঙ্ঘনে পড়ে না। কারণ সারা বাংলাদেশে প্রতি আসনে তিনজন করেও যদি নমিনেশন নিতে আসে তাহলেও ৯০০ জন হয়। আর তাদের সঙ্গে যদি দু’জন করেও আসে তাহলে হয় ১৮০০ জন। তাহলে ৯০০ ও ১৮০০ মিলে হয় ২৭০০।’ সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ধরি, এই তিন হাজার লোক এই কার্যালয়ের সামনে থাকেবে। এটাতো আচলবিধি লঙ্ঘন নয়। আর এটাকে যদি আপনারা লিখেন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এটা লিখেন তাতে নিজের প্রতি অন্যয় করবেন, নিজের বাস্তবতার প্রতি অন্যয় করবেন, মানুষের প্রতি অন্যয় করবেন, দলের প্রতি অন্যায় করবেন।’ ঘোষিত তফসিল অনুযায়ী, ২৮ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। ভোট হবে ৩০ ডিসেম্বর।প্রসঙ্গত, গত ১০ নভেম্বর ইসি সচিব হেলালউদ্দীন আহমদের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল- সিডিউল ঘোষণার পরেও আওয়ামী লীগের নমিনেশন বিক্রি হয়েছে। সেখানে ব্যাপক মিছিল জনসমাগম হচ্ছে। এর জবাবে নির্বাচন কমিশন সচিব বলেন, ‘আমাদের দেশে ভোট মানেই একটা উৎসব। আমাদের আচরণ বিধিমালা রয়েছে। নমিনেশন পেপার নেয়া জাম দেয়া এটা একটা নির্দিষ্ট এলাকায় হচ্ছে। সুতরাং এখানে আচরণ বিধামালা ভঙ্গ হচ্ছে বলে মনে হচ্ছে না।’