তফসিল: বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানে র্যাব-পুলিশ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে যেকোনও ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে বিভিন্ন পয়েন্টে র্যাব-পুলিশের অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন ও টহল ব্যবস্থা থাকবে। এছাড়াও পোশাকে ও সাদা পোশাকে র্যাব-পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিতে মাঠে কাজ করছেন। বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে পরিস্থিতির কোনও অবনতি যেন না হয় সেজন্য তফসিল পরবর্তী বিশৃঙ্খলা ঠেকাতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল বুধবার (৭ নভেম্বর) বিকেল থেকেই রাজধানীসহ সারা দেশে র্যাব-পুলিশের টহল শুরু হতে দেখা গেছে। রাজধানীর মিরপুর, পল্লবী, দারুস সালাম, নিউমার্কেট, ধানমন্ডি, পুরান ঢাকা, গাবতলী, আগারগাঁও, শ্যামলী, মোহাম্মদপুর, শাহবাগ, মতিঝিল, উত্তরা, মহাখালী, বনানী, গুলশান এলাকাসহ রাজধানীর প্রতিটি পয়েন্টে র্যাবের টহল থাকতে দেখা যায়। এছাড়াও প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে নিরাপত্তা জোরদারের কাজ করছে র্যাব-পুলিশ।
এ ব্যাপারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, ‘আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। আর এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে র্যাব মোতায়েন করা হয়েছে এবং র্যাবের সবকটি ব্যাটালিয়নের সদস্যরা প্রস্তুত রয়েছে।’
তিনি জানান, সুনির্দিষ্ট কোনও হুমকি না থাকলেও যেকোনও ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে র্যাব সবসময় সতর্ক। সার্বিক বিষয়টা মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম বলেন, ‘নির্বাচনী তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কাউকে কোনও ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া হবে না। সে বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। রাজধানীর সমস্ত জায়গায় পুলিশ সদস্য মোতায়েন করা হবে।’ তফসিল ঘোষণার পর কেউ যদি কোনও প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তবে পুলিশের পক্ষ থেকে কঠোরভাবে তাদের দমন করা হবে বলেও জানান তিনি