তফসিল ঘিরে সারাদেশে র্যাব মোতায়েন
অপরাধ তথ্যচিত্র ডেক্স: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা জোরদার করতে র্যাব মোতায়েন করা হয়েছে। বুধবার (৭ নভেম্বর) রাত ৯টার দিকে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।মুফতি মাহমুদ খান জানান, ‘আগামীকাল জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা। আর এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করেই জনসাধারণের নিরাপত্তার কথা চিন্তা করে র্যাব মোতায়েন করা হয়েছে।’তিনি বলেন, ‘সুনির্দিষ্ট কোনও হুমকি না থাকলেও যেকোন ধরনের বিশৃঙ্খলা রুখতে র্যাব সব সময় সতর্ক। সার্বিক বিষয়টা মাথায় রেখেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।’র্যাবের অন্য একটি সূত্র থেকে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও বিএনপির কর্মসূচিকে মাথায় রেখে রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এই এলিট ফোর্সটি। এদিকে বৃহস্পতিবার (৮ নভেম্বর) সন্ধ্যা সাতটা জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।