বীরগঞ্জ পৌরসভার আয়োজনে হত দরিদ্র পরিবারের ১০৬জন মহিলা সদস্যকে বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন


মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর : বীরগঞ্জ পৌরসভা হল রুমে জাইকার অর্থায়নে হত দরিদ্র পরিবারের ১০৬জন মহিলা সদস্যকে স্বাবলম্বী করার লক্ষ্যে গতকাল রবিবার সকাল সাড়ে ১০টায় বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ হানিফ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব মোঃ হানিফ সরদার, কাউন্সিলর মোঃ আব্দুল বারিক, মোঃ আহম্মদ আলী, মোঃ মুক্তার হোসেন, বনমালী রায়, মহিলা কাউন্সিলর মোছাঃ রহিমা বেগম, মিসেস কহিনুর আক্তার, সাবিনা ইয়াসমিন সহ আরও অনেকে। পৌর মেয়র মোহাম্মদ হানিফ বলেন, হত দরিদ্র পরিবারকে সামাজিকভাবে স্বাবলম্বী করতে বীরগঞ্জ পৌরসভা বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। তারা প্রশিক্ষন গ্রহন করে নিজের পায়ে দাড়াবেন এবং তাদের কে অন্যের উপর নির্ভর করতে হবে না। তার মধ্যে বিনামূল্যে ১০৬জনকে তিন মাস ব্যাপী সেলাই মেশিন প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *