আদমদীঘিতে বৈচিত্রময় পৃথিবীর বিচিত্র মানুষের নজর কারা কারুকাজ


আদমদীঘি প্রতিনিধি : ছবি বা চিত্র সমানুষের মনের ভাবের বহিঃ প্রকাশ ঘটায়। গায়ক তাঁর গানে, কবি তাঁর কবিতায় শিল্পী তাঁর চিত্রের সাহায্যে হৃদয়ে লুকিয়ে থাকা ভাবের প্রকাশ ঘটায়। তেমনই এক চিত্র বা শিল্পীর দেখা মিলেছে বগুড়ার আদমদীঘিতে। একাকী মনের গহীনের সুপ্ত প্রতিভার প্রকাশ ঘটাচ্ছে রাস্তা-ঘাট ও পথে প্রান্তরে। বৈচিত্রময় এই পৃথিবীর বিচিত্র কিছু মানুষের এক নজর কারা শিল্পীর অভাবনীয় কারুকাজ। যা দেখলেই মানুষের মন ও প্রাণ ছুঁয়ে যায়। প্রতিনিয়ত আমাদের চারপাশে এমন সব মজার মানুষের দেখা বা ঘটনা নজরে পরে যা অস্বাভাবিক।
সরেজমিনে গিয়ে জানা যায়, বগুড়ার আদমদীঘি শহরের উপজেলা চত্ত¡রে হঠাৎ এবার এমন এক মানুষকে দেখা যায়, যে তার অদম্য ইচ্ছা শক্তিতে এমন কিছু কারুকাজ (চিত্রাংকন) করে যাচ্ছে যা অবাক করার মতো। তাকে মাঝে মধ্যেই দেখা যায়। আবার মাঝে মধ্যেই সে এলাকা থেকে উধাও হয়ে যায়। সে শহরের বিভিন্ন ফুটপাত ও মহা-সড়কের পার্শ্বে বসে এমন সব চিত্রাংকন বা কবি সাহিত্যিকের ছন্দ ছড়া গুলো লিখে যা অবাক করার মত। তার সাথে কথা বলতে চাইলে কোন কথার উত্তর পাওয়া যায় না। শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। এমনকি তার ছবিও তুলতে দেয় না সে। তাই তার সমন্ধে অনেক কিছুই অজানা থেকে যায়। তার প্রাতিষ্ঠানিক শিক্ষা যেটাই থাকুক না কেন, তার মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে যা রাস্তায় আঁকা সেই প্রতিভার বহি প্রকাশ। এই সুন্দর পৃথিবীতে অনেক পেশায় নিয়োজিত বিচিত্র কিছু মানুষ রয়েছে। কিন্তু এ কেমন মানুষ! এ ধরনের মানুষের কারুকাজের ধরণ এতটাই অদ্ভুত, যা দেখলে বিস্ময়ের সীমা থাকে না। এ মানুষুটি তার নিজের মনের মাধুর্য দিয়ে রং তুলির আঁচড় ছাড়াই রাস্তায় এক নজর কারা শিল্পীর অভাবনীয় কারুকাজ এঁকে থাকেন যা দেখলে যে কারো মনে ছুঁয়ে যাবে। তার চিত্র কর্মের উপাদান বলতে খড়ি মাটি, কয়লা, ইটের গুড়ি ও গাছের পাতা।
সান্তাহার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোসলিম উদ্দীন জানান, সৃষ্টিকর্তা স্তর ভেদে মানুষকে নানান প্রতিভার অধিকারী করেছেন। এক দিকে বিধাতার প্রদত্ত আর্শিবাদ অন্যদিকে ব্যক্তি বিশেষের কঠোর অনুশীলনের ফলে একজন মানুষ তাঁর স্বীয় পেশায় সাফল্য অর্জন করতে পারবে এটাই স্বাভাবিক। ছবি আঁকা ওই ব্যক্তি হয়তো তারই বহিঃ প্রকাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *