লোহাগড়ায় কচুড়িপানা পরিস্কার কর্মসূচি
কাজী আশরাফ, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ক্লিন নড়াইল গ্রীণ নড়াইল গড়ার অংশ হিসেবে লোহাগড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের নদী, খাল ও বিলের কচুড়িপানা পরিস্কার কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ অক্টোবর) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুর ইউনিয়নের বরইভিটা খাল, নোয়াগ্রাম ইউনিয়নের দেবী খালসহ এলাকার বেশ কয়েকটি জলাশয়ে এ পরিস্কার কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন (পি.পি.এম), ইউএনও মুকুল কুমার মৈত্র, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, আমরা নড়াইলকে গ্রীণ এবং ক্লিন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ সেবা নিতে সরকারি অফিসে আসবে না, আমরা মানুষের পাশে গিয়ে সেবা দিব। আমি মনে করি এ কর্মসূচি তারও একটি অংশ।