ধর্মঘটে রাজধানীতে পরিবহন শূন্য, তীব্র ভোগান্তি
অপরাধ তথ্যচিত্র ডেক্স: রবিবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টার এই ধর্মঘট শুরু হয়েছে। ধর্মঘটে রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট দেখা গেছে। সকাল থেকেই কয়েকটি বিআরটিসির বাস ছাড়া আর কোনো গণপরিবহন দেখা যায়নি। এতে ভোগান্তিতে পড়েছে অফিসগামী মানুষগুলো। ভোর থেকেই গণপরিবহন রাস্তায় ছাড়েননি মালিকরা। যার জন্য ভোগান্তিতে পড়তে হয় রাজধানীবাসীকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অফিসগামী মানুষের ভোগান্তি আরও তিব্র আকার ধারণ করেছে। যানবাহন না থাকায় অফিসগামী মানুষকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অনেক সময় পর পর দুই-একটি বিআরটিসি বাস আসলেও সেগুলো থাকে ভরা। মানুষ বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, রাজধানীর মোহম্মদপুর, মহাখালী, উত্তরা, মিরপুর, গাবতলী, আজিমপুর, জিগাতলা, ফার্মগেট এলাকায় গণপরিবহন কম দেখা গেছে। এছাড়া গুলিস্তান, যাত্রাবাড়ী, সায়দাবাদ এলাকায়ও গণপরিবহন চলাচল করছে না।