চলছে ভাই ভাই যুদ্ধ- তিন ভাইয়ের যুদ্ধ


স্টাফ রিপোর্টার: বড় ভাই ছোট ভাই একত্রিত হয়ে মেঝ ভাইকে ক্ষতম করার উপক্রম করছে। পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা কেন্দ্র করে মেঝ ভাইকে বঞ্চিত করছে বড় ভাই। বড় ভাই বিমান প্রকৌশল বিভাগে সরকারী চাকুরীজীবি ছোট ভাইকে হাত করে মেঝ ভাইকে বঞ্চিত করছে বাড়ীর সকল প্রকারের আয়ের উৎস থেকে। ঘটনাটি ঘটেছে ঢাকা তেজগাঁও থানার শাহীনবাগ এলাকায়। বড় ভাই ইফতেখার ছোট ভাই বেলাল কে কলাকৌশলে আতাত করে মেঝ ভাই দুলাল কে বাড়ীর পৈত্রিক সকল প্রকার স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে বাড়ী থেকে বিতাড়িত করে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বড় ভাই ইফতেখার পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে একটি নিষেধাজ্ঞা অর্জন করেন। তথাপিও বড় ভাই তাহা ব্রæক্ষেপ না করে সকল প্রকারের আয়ের উৎসে জোর জবর দখল করে ভোগ দখল করছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশ ৩৮১/২০১৮ কারা বিধি ১৪৫, যাহা বড় ভাই ইফতেখারের আবেদন সূত্রে তথাপিও সেই বড় ভাই ইফতেখার ম্যাজিষ্ট্রেটের আদেশ অমান্য করে নিজেই সকল প্রকার স্থাবর অস্থাবর জোর পূর্বক ভোগ দখল করছে। নির্ভরযোগ্য সূত্রটি থেকে আরো জানা যায় মেঝ ভাই দুলাল দোকান ঘর ভাড়া চুক্তিপত্র করে দোকান ঘরটি ভাড়া দেয় বরুণ কৃষ্ণ দাস কে বড় ভাই শক্তি প্রয়োগে ভাড়াটিয়ার ভাড়া বন্ধ করে নিজেই আত্মসাৎ করছে। পক্ষান্তরে বড় ভাই ইফতেখার বাড়ীর সামগ্রিক আয়-ব্যয় সুযোগ সুবিধা ভোগ দখল করছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশ অমান্য করে। এলাকাবাসী এবং সমাজপ্রতিরাও ব্যক্ত করে দুলাল দীর্ঘদিন বিদেশে থেকে টাকা পয়সা অর্জন করে বাড়ী তৈরীতে সহায়তা সহ বাবার চিকিৎসায় ভারত পর্যন্ত সকল প্রকার খরচ চালিয়েছে। বিধি বাম এই মুর্হুতে পিতা মাতার মৃত্যুর পর বড় ভাই ইফতেখার এবং ছোট ভাই বেলাল ষড়যন্ত্রমূলক মেঝ ভাই দুলাল কে সকল প্রকার পৈত্রিক অভিজাত্য থেকে জোরপূর্বক বঞ্চিত করছে। এলাকার বুদ্ধিজীবি ও সমাজ গভীর উৎবেগে ব্যক্ত করে বাবার তিন ছেলে যথাক্রমে- বড় ছেলেইফতেখার, মেঝ ছেলে দুলাল এবং ছোট ছেলে বেলাল। কিন্তু ইফতেখার অত্যান্ত চালাক। ছোট ভাই বেলালকে আতাত করে স্বার্থের লোভে মেঝ ভাই দুলাল কে সকল কিছু বঞ্চিত করে বাড়ী থেকে বিতাড়িত করার পরিকল্পনা করছে, হেতু মেজ ভাই দুলালের কোন সন্তানাদি নাই।
(স্ব-চিত্র প্রতিবেদনে আগামীতে বিস্তারিত পত্রিকার পাতায়)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *