শিশু লামীয়ার রহস্য জনক মৃত্যু
মতিউর রহমান, সরিষাবাড়ি: জামালপুরের সরিষাবাড়িতে ৮ মাস বয়সী শিশু লামীয়ার রহস্য জনক মৃত্যু খবর পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় পৌর সভার বাউসি বাজার চিলডেন হ্যাভেন কেজি স্কুলের পাশে ডোবায় এ ঘটনা ঘটে। সূত্রে প্রকাশ, শিশু লামীয়ার মা শিশুটিকে খাটে ঘুম পাড়িয়ে পাশেই কাজ করতে ছিলেন। হঠাৎ দেখেন তার শিশুটি খাটে নেই। শিশু লামীয়ার পিতা লিফাতুল হাসান লিপন ইলেক্টিকের কাজের উদ্দেশ্যে কিছুক্ষণ পুর্বেই বাসা থেকে বের হয়ে যান। হঠাৎ স্ত্রীর ফোন পেয়ে ফিরে এসে তিনি শিশু লামীয়াকে খোজ করেন। পরে চিলডেন হ্যাভেন কেজি স্কুলের দক্ষিণ পাশে ডোবা থেকে তাকে উদ্ধার করা হয়। সকাল ১১টায় সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার সোহান পরীক্ষা নিরীক্ষার পর শিশু লামীয়াকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে শিশু লামীয়ার মা বলেন লামীয়াকে খাটে ঘুম পাড়িয়ে পাশেই কাজ করতে ছিলাম। হঠাৎ দেখি লামীয়া খাটে নাই। লামীয়া হামা গুড়ি দিতে পারে না। বিভিন্ন জায়গায় খোজাখুজি করে না পেয়ে লামীয়ার বাবাকে ফোন দেই। সে এসে পাশের ডোবা থেকে লামীয়াকে উদ্ধার করে। এৃত লামীয়ার পিতা লিফাতুল বলেন উদ্ধারের সময় লামীয়ার মাথা পানির নীচে এবং পা উপরের দিকে ছিল। কর্তব্যরত ডাক্তার সোহান বলেন শিশুটির শরীরে কিছু অংশে দাগ ছিল। মৃত্যুটি রহস্যজনক। শিশু লামীয়ার খালা ও স্থানীয় একাধিক জন উলেখ করেন শিশু লামীয়ার মায়ের সাথে জ্বিনের আছড় আছে। এর আগেও শিশু লামীয়াকে গাছের ডালে কিংবা ড্রামের ভিতর পাওয়া গেছে। লামীয়া হামা গুড়িও দিতে পারে না, কি করে ডোবায় গেলো এমনি নানা প্রশ্নের জটলা নিয়ে শিশু লামীয়ার মৃত্যুকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে ধুম্রজাল।