বেনাপোল কাস্টমসে যাত্রীর পায়ূ পথে মিলল ৩ টি সোনার বার


বেনাপোল প্রতিনিধি: বেনাপোল চেকপোস্টের কাস্টমস সদস্যরা ৩ টি সোনার বারসহ মেহেদী হাসান (১৯) নামে একজন স্বর্ন পাচারকারীকে আটক করেছে । রোববার (৩০ সেপ্টেম্বর) দেড় টার সময় ভারতে প্রবেশ এর আগে সন্দেহজনক তাকে আটক করে কাস্টমস সদস্যরা। তার পাসপোর্ট নম্বর ইছ – ১৮৩৯৪৫। বেনাপোল চেকপোস্ট এর রাজস্ব কর্মকর্তা আজম জানান, পাসপোর্ট যাত্রী মেহেদী হাসান ভারতে যাওয়ার জন্য প্যাসেন্জার টার্মিনালে অবস্থিত স্ক্যানার মেশিনে তার ব্যাগ স্ক্যান করে ভারতে প্রবেশের জন্য রওনা দিলে তার গতিবিধি দেখে সন্দেহ হয়। এ সময় তাকে চেকিং রুমে নিলে সে জানায় তার কাছে ৩ টি সোনার বার আছে।পরে কাস্টমসের ডেপুটি কমিশনার জাকির হোসেনের নেতৃত্বে জয়ন্টে কমিশনার শহীদুল ইসলাম ও উত্তম চাকমা সমন্বয়ে মেহেদী কে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে সে স্বীকার করে তার পায়ূ পথে ৩ টি সোনার বার আছে। তখন মেহেদী কে স্বর্ন পাচারের অপরাধে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে কাস্টমস কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জাকির হোসেন, আটকের বিষয়টি নিশ্চত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *