নোয়াখালী সেনবাগ সরকারী পাইলট হাই স্কুলের শিক্ষকরা স্কুলের যথাযথ কর্তব্য ফাঁকি দিয়ে কোচিং বাণিজ্যে ব্যস্ত
স্টাফ রিপোর্টার: নোয়াখালী সেনবাগ সরকারী পাইলট হাই স্কুলের শিক্ষকরা স্কুলের যথাযথ কর্ম কর্তব্যে ফাঁকি দিয়ে প্রাইভেট/কোচিং বাণিজ্যে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। সরজমিন পর্যবেক্ষণে দেখা যায় নজরুল ইসলাম এবং আবুল কালাম আজাদ সহ অন্যান্য শিক্ষকরা নিজ বাসা-বাড়িতে প্রাইভেটের নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছে। এক সৌজন্য সাক্ষাতে সহকারী শিক্ষক নজরুল ইসলাম ব্যক্ত করে, স্কুলের সকল শিক্ষক প্রাইভেটে ন্যস্ত আছে, আমি প্রতিবন্ধী শিক্ষক এতটুকুতেই ব্যস্ত থাকলে ক্ষতি কি? অপরদিকে ছাত্র-ছাত্রীদের সাক্ষাতকারে জানা যায়, প্রতি ছাত্র-ছাত্রী থেকে এক হাজার টাকা মাসিক হারে আদায় করছে এবং সহকারী শিক্ষক কালামের বাসা-বাড়িতে অত্র পত্রিকার ভ্রাম্যমান টিম উপস্থিত হলে তিনি দ্রুত বাসা-বাড়ি তালা দিয়ে কোচিং সেন্টার থেকে পালিয়ে যান।
(আগামীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাক্ষাতকার সহ বিস্তারিত, চোখ রাখুন)