ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে প্রতারক আব্দুল কাদের এর বিরুদ্ধে টাকা আত্মসাথের বিষয়ে সংবাদ সম্মেলন \
মো. আফজাল হোসেন ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি: ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে দলিল লেখক আব্দুল কাদের এর বিরুদ্ধে জমি দেয়ার প্রতারনা ও লাখ লাখ টাকা আত্মসাথের বিষয়ে সংবাদ সম্মেলন। রবিবার ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবে নবাবগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের মৃত মজিদ মন্ডলসহ কয়েকজন ফুলবাড়ী পৌর শহরের কানাহার গ্রামের মো. আব্দুল কাদের এর বিরুদ্ধে ৫ লাখ ৪০ হাজার টাকা আত্মসাথের বিষয়ে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নবাবগঞ্জ উপজেলার জয়পুর গ্রামের মৃত মজিদ মন্ডল এর পুত্র মো. আমিনুল ইসলাম,ফুলবাড়ী উপজেলা পূর্বরামচন্দ্র গ্রামের মৃত নজিমউদ্দিন এর পুত্র মো. আবু জাফর,একই উপজেলার চকচকা গ্রামের মৃত আব্দুল হালিম আনছারীর পুত্র মো. নুরনবী,একই উপজেলার পশ্চিম গৌরীপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের কন্যা মোছা. সাহেলা আকতার,একই উপজেলা গৌরীপাড়া গ্রামের মৃত মজিদ উদ্দিন আহম্মেদ এর পুত্র মো. মাহাবুবুর রহমান(কামাল)তারা পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করে মো. আব্দুল কাদেরের বিরুদ্ধে টাকা আত্মসাথের অভিযোগ তুলে ধরেন। কানাহার গ্রামের মৃত মজিবর রহমান এর পুত্র মো. আব্দুল কাদের জমি দেয়ার কথা বলে উল্লেখ্য ব্যক্তিদের নিকট থেকে পর্যায়ক্রমে ৫ লাখ ৪০ হাজার টাকা ব্যতিত অন্যঅন্যদের নিকট থেকে প্রায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করেন। উক্ত প্রতারক আব্দুল কাদের মো. মাহাবুবুর রহমান গত ২৭/২/২০১৩ইং তারিখে অগ্রানী ব্যাংক ফুলবাড়ী শাখা যার হিসাব নং সিসি ১২৮,চেক নং ৮৩০৬১০৬,স্বাক্ষরিত ৪লাখ টাকা চেক প্রদান করেন। উক্ত চেকটি ব্যাংকে জমা দেয়ার পর হিসাব খাতে টাকা না থাকায় ব্যাংক কতৃপক্ষ চেক ডিসঅনার সার্টিফিকেট কপি প্রদান করেন। পরবর্তীতে ১৯/৩/২০১৩ইং তারিখে দিনাজপুর জজ কোর্ট এর এ্যাডভোকেট মজিবর রহমান প্রতারক আব্দুল কাদের এর বিরুদ্ধে লিগ্যাল নোটিশ প্রদান করেন। অবশেষে আব্দুল কাদের এর বিরুদ্ধে দিনাজপুর সাব জজ ৩ আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং ৪৬৬/১৩।
সংবাদ সম্মেলনে মো. নুরনবী তার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বলেন, আমাকে যেসব জমি দেয়া হয়েছে তা সম্পুর্ন জাল যাহার দলিল নং ২০০৯/১৩২ তারিখ ১৫/০৭/২০১৪ বারকোনা মৌজার জেল নং ৫৭,দাগ ৬৩, জমির পরিমান ৪ শতক। তারা নিরুপায় হয়ে সংবাদ সম্মেলনে ফুলবাড়ী সাবরেজিস্টার অফিসের দলিল লেখক, প্রতারক আব্দুল কাদের এর বিরুদ্ধে ৫ জন অভিযোগ করে আইনগত ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।