পদ্মার ভাঙ্গনে ৫ হাজার পরিবার গৃহহীন, আত্নকে নড়িয়াবাসী।


মোঃ জামাল উদ্দিন,শরীয়তপুর ব্যুরো: শরীয়তপুরের নড়িয়ায় পদ্মার ভয়াবহ ভাঙ্গন চলছে,ভাঙ্গন থামছেনা কিছুতেই।গত এক সপ্তাহের ব্যবধানে সরিয়ে নেয়া হয়েছে দুই শতাধিক ঘরবাড়ি।ভূক্তভোগীরা জানান,আশ্রয় কেন্দ্র না থাকায় খোলা আকাশের নীচে জীবন যাপন করছেন তারা।তবে প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন সাহায্য সহযোগীতা করা হচ্ছে।কয়েকদিন আগেও বেশ জমজমাট ছিল শরীয়তপুরের নড়িয়ার মূলফৎগন্জ বাজার,কিন্তু পদ্মার করাল গ্রাসে কেরে নিয়েছে বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিস্ঠান,রাস্তাঘাট, ও ঘরবাড়ি।এদিকে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে নড়িয়ার বাশতলা এলাকা।জানা গেছে গত দু দিনে শরিয়ে নেয়া হয়েছে প্রায় ৩০ টি বাড়ি।বিলিন হয়ে গেছে গাছপালা ও ফসলী জমি।নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমীন জানান,ইতোমধ্যে আমরা গৃহহীনদের মাঝে ঢেউটিন,নগদ টাকা, শুকনো খাবার ও চাউল বিতরন করেছি,এবং সামনে আরো সাহায্য সহযোগীতা করতে পারবো বলে আশা করছি।তবে নড়িয়াবাসী জানান,কোন সাহায্য নয় আমরা প্রধান মন্ত্রীর কাছে দ্রুত স্থায়ী বেরীবাধ চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *