মুক্তিযোদ্ধাদের জন্য বছরে ৫টি উৎসব ভাতা
দুই ঈদ বোনাসের পাশাপাশি বাংলা নববর্ষ, মহান বিজয় দিবস ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের একটি করে উৎসব বোনাস দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকালে শেরপুরের নকলা পৌর শহরে নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বছরে পাঁচটি উৎসব ভাতা ছাড়াও অসচ্ছল মুক্তিযোদ্ধার জন্যে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়ার চেষ্টা চলছে। তাদের জন্য ১৫ থেকে ১৮ লাখ টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়া হবে। ইতোমধ্যেই মুক্তিযোদ্ধাদের সব চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছে সরকার। তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে বিসিএস পরীক্ষা সহ পাঠ্যসূচিতে পাকিস্তানি হানাদারদের বর্বরোচিত ঘটনাবলির বিবরণ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়ার সভাপতিত্বে উদ্বোধনী সভায় আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী