ভোলাহাটে ছিঁচকে চোরকে গণধলাই দিয়ে পুলিশে সোর্পদ
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: সম্প্রতি ভোলাহাটের মেডিকেল মোড়ের বিভিন্ন দোকানে ও প্রতিষ্ঠানে চুরি বেড়ে যাওয়ায় আত্মংকে দোকান মালিকেরা। মেডিকেল মোড় সংলগ্ন মুসলিমপুর গ্রামের রেজাউলের ছেলে ছিঁচকে চোর মিলন(২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতর থেকে বিভিন্ন জিনিষপত্র, অটো দোকান থেকে ১০ হাজার টাকা চুরি করে এলাকা ছাড়া হয়। তাকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মেডিকেল মোড়ে সন্দেহজনক ভাবে দাঁড়ীয়ে থাকতে দেখে মোড়ের রাতের পাহারাদার ধরে ফেলে। এক পর্যয়ে চুরি যাওয়া দোকান মালিকেরা খবর পেয়ে ছুটে এসে চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে সে চুরি করার বিষয়টি স্বীকার করলে স্থানীয় জনতা গণধলাই দিয়ে পুলিশে সোর্পদ করে। এদিকে এনামুল নামের এক ব্যবসায়ীর দোকন থেকে ৬৫ হাজার টাকা দোকানের টিন কেটে দিনে দুপুরে চুরি হয়। চুরির ব্যাপারে মেডিকেল মোড় বাজার কমিটির সভাপতি আলহাজ্ব সহিমুদ্দিন বিশ্বাস বলেন, মিলন বিভিন্ন সময় মেডিকেল মোড়ের দোকানসহ বিভিন্ন স্থানে চুরি করে এলাকা ছাড়া হলে শুক্রবার তাকে আটক করা হয়। পুলিশ আটককৃতকে উপজেলা নিবাৃহী অফিসারের কার্যালয়ে নিয়ে গিয়ে মোবাইল কোর্ট বসিয়ে ১ বছরের সাজা প্রদান করেন মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইনর্চাজ আব্দুল্লাহ আল মামুন। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দিন মন্ডল জানান, আটককৃতকে মোবাইল কোর্টের মাধ্যমে