তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল ব্যাহত
পদ্মা নদীতে তীব্র স্রোত ও পানি বৃদ্ধির কারণে কয়েকদিন ধরে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে মারাত্মকভাবে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফলে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) উভয় পারের ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। ঘাট পারের অপেক্ষায় থাকা যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী পাটুরিয়া ঘাটে বাসসহ তিন শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দৌলতদিয়া প্রান্তে বাস ট্রাক মিলে দুই শতাধিক যানবাহন রয়েছে। এতে উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে।চালকরা জানান, রাস্তায় তেমন ভোগান্তি নেই। কিন্তু ফেরি ঘাট এলাকায় দীর্ঘ সময় অপেক্ষার পর ফেরির দেখা মিলে। সময় বেশি লাগায় তাদের ট্রিপ সংখ্যাও কমে গেছে। ট্রাকের জন্য তাদের আরও সমস্যা হচ্ছে। যাত্রীবাহী বাস রেখে ট্রাক পার করে বিআইডব্লিউটিসি’র কর্মকর্তারা।বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মো. তানভির হোসেন জানান, নদীতে স্রোতের কারণে ফেরি পারাপারে আগের চেয়ে বর্তমানে দ্বিগুণ সময় লাগছে। এতে ফেরি ট্রিপ সংখ্যাও কমে গেছে। শুক্রবার বন্ধের দিন থাকায় যানবাহনের বাড়তি চাপ বেড়েছে। এ নৌ-রুটে ছোট-বড় ১৬টি ফেরি চলাচল করছে।