হরিপুরে ইনঞ্জিনিয়ার ও ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণে অনিয়মের
জে.ইতি হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের অন্তর্গত গোপালপুর-১ ৩৬নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। নি¤œমানের ইট-বালি ও রড এবং নামমাত্র সিমেন্ট দিয়ে কাজ করায় ঢাকদহ গোপালপুর গ্রামের মৃত জমিরউদ্দীনের ছেলে আবেদ আলী নামে এক ব্যাক্তি গত ০৫/০৯/১৮ইং তারিখে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও দূর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন। আমাদের প্রতিবেকের কছে অভিযোগের রিস্ভি কপি আসে। অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি অর্থায়নে গোপালপুর-১৩৬নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মালের জন্য সরকার বাহাদুর ১৭,৪৩ হাজার টাকা বরাদ্দ প্রদান করে। কিন্ত হরিপুর উপজেলা প্রকৌশলী আব্দুর ছামাদ ও নির্মাণকারী ঠিকাদার যোগসাজে সরকারি অর্থ আত্মসাত করেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শানীন আলম বলেন, কাজ তো করে ইনঞ্জিনিয়ার ও ঠিকাদার আমি এবিষয়ে তেমন অবগত নই। কাজ হচ্ছে শুধু এইটুুক জানি। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুর ছামাদ বলেন, আমার বিরুদ্ধে এক হাজার অভিযোগ হক সেটা কোনো বিষয় না। আমার কেউ কিছু করতে পারবে না।