বেনাপোলে সম্প্রীতি বাংলাদেশের সুধী সমাবেশ অনুষ্ঠিত


বেনাপোল প্রতিনিধি : বাঙ্গালীর হাজার বছরের সম্প্রীতিৃ সোহার্দ্য নিয়ে বেনাপোল পৌর বিয়ে বাড়িতে আজ শুক্রবার বিকালে অনুষ্টিত হলো সম্প্রীতি বাংলাদেশেরর সুধী সমাবেশ।যশোর জেলা আওয়ামীলীগের সংগঠিনক সম্পাদক ও বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান,সুধী সমাবেশে আলোচক হিসাবে বক্তব্যে রাখেন, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অবঃ) এ,কে মোহাম্মদ আলী শিকদার, নাট্যব্যাক্তিত্ব শ্রী পিযুষ বন্দ্যোপাধায়, আহবায়ক সম্প্রীতি বাংলাদেশ, অধ্যাপক ড.মামুন আল মাহতাব সদস্য সচিব সম্প্রীতি বাংলাদেশ, কবি অমিতব বসু,অপরাজেয় বাংলার আহবায়ক, এইচ রহমান মিলু, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত আলমগীর হোসেন, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আহসান উল্লাহ, সম্প্রীতি বাংলাদেশের শার্শা উপজেলা শাখার সদস্য সচিব বৈধ্যনাথ দাস,ও বেনাপোল পৌর সভার কাউন্সিলররা।

এসময় প্রথান অতিথি তার বক্তব্যে বলেন,অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য মুক্েিতযাদ্ধাদের আতœাহুতি। জাতির সূর্য সন্তানদের রক্ত যেন বৃথা না যায় সেজন্য সবাইকে একত্রিত হতে হবে। বারবার মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে যেতে হবে। সম্প্রীতি বিরোধী একটি শক্তি সমাজে দাঁড়িয়ে গেছে। তারা নানা কৌশলে প্রচার চালাচ্ছে। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ধর্মান্ধ সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিতে সমাজের সর্বস্তরে আজ ঐক্য প্রয়োজন। ধর্মের দোহাই দিয়ে যারা আমাদের মুক্তিযুদ্ধের আদর্শ জলাঞ্জলি দিতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্ছার হয়ে দাড়াতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *