শরীয়তপুরের নড়িয়ায় ভাঙ্গন আতংকে ৪০০ বছরের পুরনো মূলফৎগন্জ বাজার।
মোঃ জামাল উদ্দিন,শরীয়তপুর: শরীয়তপুরে ভাঙ্গন আতংকে নড়িয়ার ৪০০ বছরের পুরনো মূলফৎগন্জ বাজার। পদ্মার ভাঙ্গন বর্তমানে ভয়াবহ আকার ধারন করেছে। এরি মধ্যে ভাঙ্গতে শুরু করেছে ঐতিহ্যবাহী মূলফৎগন্জ বাজার।ভাঙ্গন আতংকে রয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্স,মূলফৎগন্জ মাদ্রাসা মসজিদ,দেওয়ান ক্লিনিক,লাইফ কেয়ার হাসপাতাল,ব্যাংক এবং ব্যবসা প্রতিস্ঠান সহ শত শত ঘরবাড়ি।ভাঙ্গন আতংকে দিশেহারা বাজারের ব্যবসায়ীরা।স্থানীয়রা বলেন,দ্রুত ড্রেজিং করে নদীর গতিপপথ পরিবর্তন না করা হলে সবকিছু নদী গর্ভে বিলীন হয়ে যাবে।তারা আরো বলেন,সরকারী ভাবে জিও ব্যাগ দিয়ে বালু ফে