কুষ্টিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ডাক্তার পরিচয়দানকারী যুবতীসহ ৩ জন আটক
মোঃ তাছবিরুল ইসলাম তন্ময় বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ায় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এক ডাক্তার পরিচয়দানকারী যুবতীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। শহরের মারকাস মসজিদের গলির মধ্যের এক বাসা থেকে আবুল কাশেম(৪৬) নামের এক ব্যাক্তি নূপুর আক্তার ও সালমা আক্তার নামের দুই নারীকেও আটক করেছে পুলিশ ৷আটক আবুল কাশেম জেলার কুমারখালী উপজেলার চাপড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ৷ নূপুর কুমারখালী উপজেলার বাঁশগ্রামের মৃত আনছার আলীর মেয়ে ও সালমা আক্তার বর্ষা একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে৷স্থানীয়রা জানায়, গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহরের মারকাস মসজিদের গলির মধ্যে এক বাসা বাড়িতে ডাক্তার পরিচয়দানকারী সালমা আক্তারসহ ৩ জন অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় স্থানীয় তাদের এজ রুমে আটক করে রাখে। পরে সংবাদ পেয়্র পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।অভিযানের নেতৃত্বদানকারী কুষ্টিয়া মডেল থানার এসআই হাসান রাতে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের হাতে গ্রেফতার হওয়া তিনজন কুষ্টিয়া মডেল থানা পুলিশের হেফাজতে ছিল।ডাক্তার পরিচয়দানকারী সালমা আক্তারের স্বামী নাসির উদ্দিন বলেন, স্ত্রী সালমা আক্তারের নামে এর আগেও অনেকে আমার কাছে অভিযোগ করেছেন। এর প্রতিবাদ করতে গিয়ে সালমা আক্তারের ক্যাডার দ্বারা আমাকে অনেক বার হুমকীর সম্মুখীন হতে হয়েছে। শুধু তাই নয়,সালমা আক্তার বিয়ে পর থেকে তার সাথেও বিভিন্ন ভাবে প্রতারণা চালিয়ে আসছে বলেও অভিযোগ করেন।