কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠ প্রস্তুত


দেশের সবচেয়ে বড় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে শান্তিপূর্ণভাবে ঈদ জামাত আয়োজনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। মাঠ প্রস্তুত করা হয়েছে ঈদ জামাতের জন্য। মঙ্গলবার (২১ আগস্ট) বিকেলে পুলিশের পক্ষ থেকে ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়। জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ সময় পুলিশকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।নিবিড়ভাবে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য ঈদগাহে ড্রোন ব্যবহার করা হবে। বিকেলে ঈদগাহে পরীক্ষামূলকভাবে ড্রোন উড্ডয়নের পর সার্বিক নিরাপত্তা নিয়ে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ সন্তোষ প্রকাশ করেন। এ সময় ঈদগাহে পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য এবং এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গুলশান হামলার রেশ না কাটতেই ২০১৬ সালের ৭ জুলাই ঈদের সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের ওপর বোমা হামলা এবং গোলাগুলিতে দুই কনস্টেবল ও হামলাকারীসহ ৪ জন নিহত হন। এর ৭ দিন আগেই ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্টুরেন্টে ভয়াবহ জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক ও ৫ হামলাকারীসহ নিহত হয় অন্তত ২৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *