লাহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন
কাজী আশরাফ,লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষকের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ আগষ্ট) দুপুরে উপজেলার কে মঙ্গলহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। মানববন্ধনে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ তসলিম হোসেন, স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো: মিজানুর রহমান, ইউপি সদস্য মো: আকবর হোসেন লিপন, তুষার কাজী, শিক্ষক আতাউর রহমান, ফিরোজা খানম, শিলা রায়, সানজিদা খানম, নাসরিন খানম, শিক্ষার্থী মিম খানম, অন্তরা খানম প্রমুখ। উল্লেখ্য: উপজেলার কে মঙ্গলহাটা প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী(১১) গত ৫ আগষ্ট স্কুল টিফিনের সময়ে অবঃ সেনা সদস্য ও মল্লিকপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য কামরুজ্জামান(৪৫) এর দোকানে খাবার কিনতে যায়। তখন ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে দোকানের ভিতর স্টোর রুমে নিয়ে কামরুজ্জামান ধর্ষন করে। সে মঙ্গলহাটা গ্রামের মৃত্যু ফহম মোল্যার ছেলে। কামরুজ্জামান বর্তমানে পলাতক রয়েছে। এ ঘটনায় ১০ আগষ্ট ধর্ষিতার পিতা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৫। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস বলেন, আসামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।