ভূমি অফিসের সীমানা প্রাচীরে বন্ধি ইসলামপুরে ৫০পরিবার
ওসমান হারুনী,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন ভুমি অফিসের নির্মাণাধীন সীমানা প্রাচীরে নিজ বাড়িতেই গৃহবন্দি হতে যাচ্ছে ২০টি সংখ্যালঘু পরিবারসহ ৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ। জানা যায়,জেলার ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মলমগঞ্জ বাজারের পাথর্শী ও কুলকান্দি ইউনিয়ন ভূমি অফিসের উত্তর ও দক্ষিন পার্শ্বে নিজ ভূমিতে বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে প্রায় ৫০টি পরিবার।ওই পরিবারগুলো নিজবাড়ী থেকে বাইরে বের হওয়ার জন্য বিকল্প কোন সড়ক না থাকায় স্বাধীনতার পর থেকেই ওই ভূমি অফিসের মাঠ দিয়েই যাতায়াত করে আসছেন। কিন্তু সম্প্রতি সরকারী ভাবে ভূমি অফিসের সীমানা প্রাচীর নির্মানের কাজ শুরু করেছেন। এতে বিকল্প কোন রাস্তা না থাকায় ২০টি সংখ্যালঘু পরিবারসহ ৫০টি পরিবারের দুই শতাধিক মানুষ নিজ বাড়িতেই গৃহবন্দি হওয়ার শঙ্কায় পড়েছেন। তাই গৃহবন্দি হওয়ার আশঙ্কায় থেকে মুক্তি পেতে ভূক্তভোগী পরিবারগুলো ৪ফুট প্রশস্তের একটি রাস্তা নির্মাণের দাবী জানিয়েছেন প্রশাসনের নিকট।এব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন,গৃহবন্দির শঙ্কায় থাকা ৫০টি পরিবারেরআবেদন জেনে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। শিঘ্রই আলোচনা সাপেক্ষে তাদেরকে রাস্তা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করা হবে।