চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান প্রায় ১৪ কেজি রুপার গহনা উদ্ধার


হাবিবুর রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কামারপাড়া বাড়াদী গ্রাম থেকে ১৩ কেজি ৮ শ’গ্রাম রুপার গহনা উদ্ধার করেছে। এসময় চোরাকারবারী আঃ আলীম (৪৫) পালিয়ে যায়। আলিম দামুড়হুদার কামারপাড়া বাড়াদী গ্রামের দবীর উদ্দীনের ছেলে। সোমবার সকাল ৮টার দিকে এই গহনা উদ্ধার করা হয়। আটককৃত গহনা ও মটরসাইকেলের আনুমানিক মূল্য ২২লক্ষ ৭৭হাজার ২শত টাকা। বিজিবি জানায়, সোমবার সকালে দামুড়হুদার বাড়াদী বিওপির নায়েক সোহেল রানা গোপন সংবাদের বিতিত্বে সংবাদ পেয়ে বাড়াদী গ্রামের আলিমের বাড়ীর অদুরে ওৎ পেতে থাকে। সকাল ৮ টার দিকে ১৫০ সিসি এ্যাপাসি মটরসাইকেলের পিছনে ঘাস বেধে নিয়ে তার বাড়ীর নিকট পৌছালে বিজিবি তার গতিরোধ করলে আলিম মটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি তার মটরসাইকেলে থাকা ঘাসের বোঝার ভিতর থেকে ১৩ কেজি ৮শ’ গ্রাম রুপার গহনা উদ্ধার করে। উদ্ধারকৃত গহনার ও মটরসাইকেলের আনুমানিক মূল্য ২২লক্ষ ৭৭হাজার ২শত টাকা বলে বিজিবি জানাই। এব্যাপারে দামুড়হুদা মডেল থানায় আঃ আলিমের বিরুদ্ধে মামলা হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *