বন্দর রাজবাড়ী এলাকার বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধার আক্ষেপ “রাস্তা যুদি ভাঙ্গাই থাকে তাইলে সিটি অইয়া লাভ কি অইলো”
স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডের রাজবাড়ী মহল্লার রাস্তাটি দীর্ঘ দিন ধরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারাবাহিকতায় ৩ বছর আগে ঘনবসতিপূর্ণ এই মহল্লার ড্রেন নির্মাণ কাজ ধরা হলেও অজ্ঞাত কারণে তা শেষ না করেই থামিয়ে দেয় কর্তৃপক্ষ ফলে ড্রেন আর রাস্তার অভাবে রাজবাড়ী মহল্লাবাসী ৩ বছর ধরেই মানবেতর জীবন যাপন করছে। বিষয়টি নিয়ে এলাকার সর্বস্তরের বাসিন্দারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর নিকট স্মারকলিপি ও আবেদন নিবেদনসহ রাস্তা বন্ধ করে মানববন্ধন করার পরও কোন প্রতিকার না পেয়ে যেন দিশেহারা হয়ে পড়ছে। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জালালউদ্দিন জালু জানান,নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী অত্যন্ত জনপ্রিয় একজন মেয়র। দায়িত্ব পাওয়ার পর থেকে সে নারায়ণগঞ্জের চেহারাই পাল্টে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের আজীবন কর ফ্রি করে দেয়াসহ অজ¯্র কৃতিত্বের সাক্ষর রয়েছে তার। কিন্তু রাজবাড়ীর মহল্লার রাস্তাটি বছরের পর বছর ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকায় মহল্লবাসীর দূর্ভোগের অন্ত নেই। প্রতিদিন ভাঙ্গা-চুড়া,খানা-খন্দক আর কর্দমাক্তযুক্ত কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তারা যেন হাপিয়ে উঠছে। তার উপরে রাতের বেলায় বিদঘুটে অন্ধকারে ভগ্œদশার ওই রাস্তাটি মরনফাঁদে পরিণত হয়ে ওঠে। মেয়রের প্রতি আমাদের জোরালো দাবি,তিনি যাতে দ্রুত রাস্তাটি সংস্কার করে দেন। বন্দরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের শিক্ষক আবদুল গণি জানান,রাস্তা সংস্কারের বিষয়টি আমাদের প্রাণের দাবি। সিটি কর্পোরেশনের মেয়র সুষ্ঠ ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে আমাদের মহল্লায় নতুন দিগন্তের সূচনা ঘটিয়েছেন কিন্তু রাস্তার কাজ দীর্ঘ দিন ধরে বন্ধ থানায় আমাদের ভোগান্তি বেড়েছে সীমাহীণ। এই রাস্তা দিয়ে চলতে গিয়ে প্রতিদিনই কোন না কোন ব্যাক্তি দুর্ঘটনা কবলিত হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বিষয়টি নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর গোচরে আসা উচিত। এই গলির ভিতরে প্রায় ২শ’ পরিবারের বসবাস করছে। মেয়রের একটুখানি সহযোগিতায় ২শ’টি পরিবার জীবনে স্বস্তির নিঃশ^াস ফেলতে পারবে। ওই এলাকার অপরাপর বাসিন্দা ষাটোর্ধ্ব বৃদ্ধা হাজেরা খাতুন আক্ষেপের সঙ্গে বলেন,আমরা মেয়রের কাছে টাকা-পয়সা চাইনা। মেয়র খালি আমাগো রাস্তাটা ঠিক কইরা দেউক আমরা তার লেইগা দোয়া করমু। প্রত্যেকদিন এই ভাঙ্গা রাস্তা দিয়ে আইতে যাইতে আর ভালা লাগেনা। রাস্তা যুদি ভাঙ্গাই থাকে তাইলে সিটি অইয়া লাভ কি অইলো।