ফুলবাড়ীতে মির্জা গ্রুপ অফ কোম্পানীর মার্কেটিং কর্মকর্তা কতৃক ১২ লক্ষ ৪৫ হাজার টাকা আত্মসাৎ ॥
মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মির্জা গ্রুপ অফ কোম্পানীর ঢাকা জোনের মার্কের্টি কর্মকর্তা মো: ইমরান হোসেন কোম্পানীর ১২ লক্ষ ৪৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগের দায়ে ফুলবাড়ী থানায় মামলা দায়ের। মির্জা গ্রুপ অফ কোম্পানীর রাজারামপুর ফুলবাড়ীর জেনারেল ম্যানেজার (প্রশাসনের) মো: ফেরদৌস আলম (৪৫) এর ফুলবাড়ী থানায় বুধবার ১ আগষ্ট দায়ের কৃত ইজাহারের অভিযোগ সূত্রে জানা যায় নওগা জেলার সদর থানার গোস্তহাটির মোড় গ্রামের মৃত নুরুল হুদা এর পুত্র মো: ইমরান হোসেন (৩৮) মির্জা গ্রুপ অফ কোম্পানীর ঢাকা জোনের রাইচ মার্কেটিং কর্মকর্তা হিসেবে গত ১ বৎসর ৩ মাস আগে কোম্পানীর নিয়োগ পেয়ে চাকুরী করেন। গত ২০/০৮/২০১৭ ইং তারিখ হইতে গত ০২/০৬/২০১৮ ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে ফুলবাড়ী মির্জা অটো রাইচ মিল থেকে প্রায় ১ কোটি ৯০ হাজার টাকার চাউল বিক্রির জন্য বিভিন্ন সময়ে কোম্পানীর মার্কেটিং কর্মকর্তা মো: ইমরান হোসেন কে দেওয়া হয়। ঢাকার বিভিন্ন রাইচ এজেন্সি গুলি প্রেরীত চাউল প্রাপ্তীর পর বিভিন্ন সময়ে কোম্পানীর ব্যাংক একাউন্টে টাকা জমা করে। কিন্তু মার্কেটিং অফিসার মো: ইমরাই হোসেন বিসমিল্লাহ রাইচ এজেন্সি, প্রোঃ জসিম উদ্দিন, কেরানীগঞ্জ ঢাকা এবং নিউ নিলয় রাইচ এজেন্সি, প্রোঃ সোলাইমান, বাবু বাজার, ঢাকার নিকট হইতে বিভিন্ন তারিখে মির্জা অটো রাইচ মিলের পক্ষে স্বাক্ষর করে ১২ লক্ষ ৪৫ হাজার টাকা তার নিজ নামের ব্যাংক একাউন্ট, বিকাশ ও নগদে উত্তোলন করে কোম্পানীতে জমা না করে আত্মসাৎ করে। গত ০২/০৬/২০১৮ ইং তারিখে জেনারেল ম্যানেজার (প্রাশাসন) এর মো: ফেরদৌস আলম ঢাকাতে সরেজমিনে তদন্ত করতে গেলে বিষয়টি তিনি অবগত হন এবং উল্লেখিত পার্টির কাছ থেকে লিখিত ভাবে হিসাব নেন। বিষয়টি মির্জা গ্রুপ অফ কোম্পানীর এমডি কে জানালে তিনি ঢাকা জোনের রাইচ মার্কেটিং কর্মকর্তা মো: ইমরান হোসেন কে ২ মাসের মধ্যে চাল বিক্রির নিজ নামে উত্তোলনকৃত টাকা পরিষদ করার জন্য সময় দেন। গত ৩১/০৭/২০১৮ ইং তারিখে কোম্পানীর এমডি মো: ইমরান হোসেন কে ফুলবাড়ীর প্রধান অফিসে ডেকে এনে টাকা পরিষদের কথা বললে উক্ত ব্যক্তি বিভিন্ন রকমের তাল বাহানা শুরু করে। কোম্পানী মার্কেটিং করার জন্য তাকে একটি হোন্ডা শাহিন-১২৫ সিসির মটর সাইকেল প্রদান করেন। উক্ত গাড়িটিও ফেরত দেননি। এ ঘটনায় চাঁদপুর উপজেলর মাথাভাঙ্গা গ্রামের পিতা আবুল প্রামানিক এর পুত্র মো: রফিকুল মির্জা অটো রাইচ মিলের ম্যানেজার মো: জিল্লুর রহমানসহ আরো অনেকে স্বাক্ষী রয়েছেন। টাকা আত্মসাৎ এর ঘটনায় মির্জ গ্রুপ অফ কোম্পানীর রাজারামপুর ফুলবাড়ীর জেনারেল ম্যানেজার (প্রশাসন) এর মো: ফেরদৌস আলম বাদি হয়ে ১লা আগষ্ট ফুলবাড়ী থানায়
মো: ইমরান হোসেন কে আসামী করে মামলা দায়ের করেন।