ক্লাসে ফিরে যাও, সব দাবি মেনে নেবো: শিক্ষার্থীদের স্বরাষ্ট্রমন্ত্রী
বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। একইসঙ্গে তিনি সড়কে শৃঙ্খলা ফেরাতে ও জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের। বুধবার (১ আগস্ট) সচিবালয়ে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকের পর এ আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।গত রবিবার (২৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী আবদুল করিম ওরফে রাজীব (১৭) ও দিয়া খানম ওরফে মীম (১৬) নিহতের ঘটনায় বুধবার রাজধানীতে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ-ভাঙচুর-অগ্নিসংযোগ করে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় সকাল থেকে মতিঝিল শাপলা চত্বর, পল্টন, শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, তেজগাঁও, রামপুরা, টঙ্গি, উত্তরা, মোহাম্মদপুরসহ বিভিন্ন সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের পদত্যাগের দাবিতে শ্লোগান দিতে থাকে। সকাল থেকেই রাজধানীর প্রায় সব পথ অবরুদ্ধ করে ফেলায় চরম দুভোর্গে পড়ে কর্মজীবী ও সাধারণ শ্রমজীবী মানুষ। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তোমাদের দাবি অনুযায়ী যারা অন্যায় করেছে, যারা ঘাতক। আমরা দোষীদের সর্বোচ্চ শাস্তি দেয়ার ব্যবস্থা করব। সরকার ব্যবস্থা নেবে। পর্যায়ক্রমে আমরা সবগুলো ব্যবস্থা নেবো। আমরা কোনোক্রমেই লাইসেন্সবিহীন, ফিটনেসবিহীন, রোড পারমিটবিহীন যানবাহন রাস্তায় নামতে দেবো না।’শিক্ষার্থীদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা ছাত্রছাত্রীদের আহ্বান জানাব, তোমাদের যে দুর্ভোগ- সারা দেশে এই মেসেজ পৌঁছে গেছে। অভিভাবক, শিক্ষক যারা আছেন, তাদের অনুরোধ করব, আপনারা আপনাদের ছেলেমেয়েদের, শিক্ষার্থীদের অনুরোধ করুন, তারা যেন ক্লাসরুমে ফিরে যায়। তাদের এই আন্দোলনে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, সারা শহর অচল হয়ে যাচ্ছে। এটা কারও কাম্য নয়। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেবে- এই অনুরোধ জানাচ্ছি আমরা।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যে কোমলমতি শিক্ষার্থীরা রাজপথে বিক্ষোভ করছে, তারাও ভাঙচুরের পক্ষে নয়। কিন্তু গত চার দিনে মোট ৩০৯টি গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে, আটটি গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।’ এসব ঘটনার পেছনে একটি স্বার্থান্বেষী জড়িত বলেও মন্তব্য করেন মন্ত্রী। বৈঠকে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠকে- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনা পর নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসতে হাসতে বিষয়টিকে নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করলে ক্ষোভে ফুঁসে উঠে শিক্ষার্থীরা। এর পরই নৌমন্ত্রীর পদত্যাগ সহ ৯ দফা দাবিতে রাজধানীর সব পথ অবরুদ্ধ করে বিক্ষোভ-আন্দোলনে নামে বিভিন্ন প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী।